Central Districts vs Rangpur Riders (Photo Credit: Rangpur Riders/ X)

Central Districts vs Rangpur Riders, GSL 2025 Live Streaming: সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ (Global Super League 2025)-এর ১০ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৭ জুলাই মুখোমুখি হবে Central Districts বনাম Rangpur Riders। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে (Providence Stadium, Guyana) আয়োজিত হয়েছে এই ম্যাচ। রংপুর রাইডার্স তিনটি জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রংপুরের হয়ে সবচেয়ে বেশী ১৩০ রান করেছেন কাইল মেয়ার্স (Kyle Mayers), এছাড়া সবচেয়ে বেশী ১০ উইকেটে নিয়েছেন খালেদ আহমেদ (Khaled Ahmed)। রংপুর শেষ ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৮ রানে পরাজিত করেছে। অন্যদিকে, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বর্তমানে পয়েন্ট তালিকায় ১টি জয় নিয়ে তলানিতে রয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস হয়ে সবচেয়ে বেশী ৯৭ রান করেছেন টম ব্রুস (Tom Bruce), এছাড়া সবচেয়ে বেশী ৬ উইকেট নিয়েছেন অ্যাঙ্গাস শ (Angus Schaw)। Central Districts vs Rangpur Riders, GSL 2025 Dream11 Prediction: সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্সের ম্যাচে এগিয়ে কে? একনজরে GSL 2025 Dream11 Prediction

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস স্কোয়াডঃ উইল ইয়াং, ডেন ক্লিভার (উইকেটরক্ষক) ডিন ফক্সক্রফ্ট, টম ব্রুস (অধিনায়ক), কার্টিস হেফি, জশ ক্লার্কসন, জেডেন লেনক্স, ম্যাথু ফোর্ড, এজাজ প্যাটেল, অ্যাঙ্গাস শ, ব্লেয়ার টিকনার, উইলিয়াম ক্লার্ক, টবি ফাইন্ডলে, ডগ ব্রেসওয়েল।

রংপুর রাইডার্স স্কোয়াডঃ নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইল মেয়ার্স, তাবরিজ শামসি, হারমিত সিং, আকিফ জাভেদ, খাজা নাফে, সৌম্য সরকার, মহম্মদ নাইম শেখ, মাহিদুল ইসলাম আনকন, কামরুল ইসলাম, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ।

গ্লোবাল সুপার লিগ ২০২৫ সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ?

১৭ জুলাই গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে (Providence Stadium, Guyana) আয়োজিত হবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ?

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায়।

ভারতে টিভিতে কোথায় দেখবেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ?

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বনাম রংপুর রাইডার্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (Fancode)।