Virat Kohli. (Photo Credits: X)

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি, রাখলেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ। গত বুধবার রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। জাতীয় দলের হয়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের টেস্ট ক্রিকেট পরিসংখ্যান ইর্ষনীয়। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫।যেখানে শতরান ৩০টি এবং অর্ধশতরান ৩১টি।

গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজ়ে ব‍্যর্থ হন তিনি। ফিরে এসেই লাল বলের ক্রিকেটে যে আর খেলতে তিনি ইচ্ছুক নন, এ কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাঁকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু বিরাট রাজি হননি।আজ সকালে ইনস্টাগ্রাম পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি-

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা বিরাট কোহলির

১৪ বছরের 'বিরাট' টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের অবসান:

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাট কোহলি লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সাদা পোষাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’