KKE vs CSK (Photo Credit: IPL/ X)

KKR vs CSK Bomb Threat: বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মধ্যে হাই প্রোফাইল আইপিএল ২০২৫ (IPL 2025) ম্যাচ চলাকালীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (Cricket Association of Bengal) ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার পরে একটি বড় নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। সিএবি (CAB)-র অফিসিয়াল ইমেল ইনবক্সে এই উদ্বেগজনক ইমেল পাঠায় একটি অজানা আইডি। এরপর বিষয়টি নিশ্চিত করে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং ইডেন গার্ডেন্সের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে জাতীয় সুরক্ষা উদ্বেগ বাড়ার পর জবাবে ভারত 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) শুরু করে। এরপর পরই আইপিএলে এরকম ঘটনা চিন্তা বাড়ায়। CSK Beats KKR: ধোনির ছক্কায় নাইটদের বিসর্জন, ইডেনেই শেষ হল রাহানেদের অভিযান

কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা হামলার হুমকি

ম্যাচের আগে, সিএসকে (CSK) এবং কেকেআর (KKR)) উভয় দলের খেলোয়াড়রা বিসিসিআই কর্মকর্তাদের সাথে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান। এরপর ইডেনে জাতীয় সংগীত বাজানো হয়। ম্যাচের কথা বলতে গেলে, চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে মাত্র দুই বল বাকি থাকতে ২ উইকেটে পরাজিত করে। কলকাতা ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে। ৩৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আন্দ্রে রাসেল (Andre Russell) ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। চেন্নাইয়ের বাঁহাতি স্পিনার নুর আহমেদ (Noor Ahmad) ৪ ওভারে ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ১৯.৪ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করে জয় তুলে নেয়। বৈভব অরোরা (Vaibhav Arora) বল হাতে হাড্ডাহাড্ডি লড়াই করে ৩ উইকেট তুলে নেন।