(Photo Credit: Twitter)

(ACC) আয়োজিত দুটি প্রধান  সারির টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।জুন মাসে শ্রীলঙ্কায় মহিলাদের এশিয়া কাপ (Women’s Emerging Teams Asia Cup) শুরু হচ্ছে। এরপর আগামী সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ (Men’s Asia Cup)। দুই টুর্নামেন্ট থেকেই ভারতীয় ক্রিকেট দল নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে বিসিসিআই। বিশেষজ্ঞদের একাংশের মতে, পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ফলে পুরুষদের এশিয়া কাপের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মত এশিয়ার শক্তিশালী ক্রিকেট দলগুলোর প্রধান টুর্নামেন্ট।

বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষপদে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi)। তিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।সেই কারণেই এই টুর্নামেন্টে তীব্র আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, ‘ভারতীয় ক্রিকেট দল এমন কোনও টুর্নামেন্টে অংশ নেবে না যেখানে কাউন্সিলের শীর্ষপদে একজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের  (PCB) চেয়ারম্যান রয়েছেন। এটি দেশের নিরাপত্তার প্রশ্ন। আমরা বিষয়টি আপাতত মৌখিকভাবে এসিসি-কে জানিয়েছি। এমনকী, ভবিষ্যতেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত কোনও টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে। পাশাপাশি ভারত সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছি।’

ক্রিকেট বিশেষজ্ঞদের মত পুরুষদের এশিয়া কাপে বিসিসিআইয়ের অনুপস্থিতি ইভেন্টটিকে বিপন্ন করতে পারে, কারণ ভারতের অংশগ্রহণ বাণিজ্যিক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের অধিকাংশ স্পনসরশিপই আসে ভারত থেকে। পাশাপাশি এই টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা থাকলেও মূল আকর্ষণ হলো ভারত-পাক ম্যাচ। ভারত ছাড়া এশিয়া কাপ আয়োজিত হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।