IND vs PAK, Asia Cup 2023 (Photo Credit: @TukTuk_Academy/ X)

Asia Cup 2025 Schedule: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বিতর্কিত বার্ষিক সাধারণ সভা (AGM) বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরবেলা ঢাকায় শেষ হয়েছে, যেখানে ভার্চুয়ালভাবে যোগ দেওয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এশিয়া কাপে (Asia Cup) রাজি হয়েছে বলে জানিয়েছে নানা রিপোর্ট। শুধু তাই নয় ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে, ভারত এবং পাকিস্তান সম্ভবত এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর একই গ্রুপে থাকতে চলেছে। এশিয়ায় আয়োজিত ক্রিকেটের এই বড় টুর্নামেন্ট পহেলগামে সন্ত্রাসী হামলার পরে অনিশ্চিত ছিল। তবে বিসিসিআই কর্মকর্তারা ঢাকায় না গেলেও ভার্চুয়ালি উপস্থিত থেকে সেই সন্দেহ কাটিয়ে দিয়েছেন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, বিসিসিআই সম্মত হয়েছে একটি নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করতে। সেক্ষেত্রে দুবাই এবং আবু ধাবি সম্ভাব্য লোকেশন হতে চলেছে। এই নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডে সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এশিয়া কাপের জন্য দুইটি ভেন্যুই ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। BAN vs IND Series 2025: এক বছরের জন্য পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফর, ঘোষণা বিসিসিআইয়ের

এশিয়া কাপে রাজি বিসিসিআই

বিসিসিআই এবার আটটি দলের এশিয়া কাপের আয়োজনের হোস্ট। তবে ভারতে জঙ্গি হামলার পরে একপ্রকার নিশ্চিত ছিল যে ভারত এশিয়া কাপে অংশ নেবে না বা এই টুর্নামেন্ট আয়োজন করবে না। এখন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা (Rajeev Shukla) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান মোহসিন নকভি (Mohsin Naqvi) আগামী দিনে ভেন্যু ও টুর্নামেন্টের সময়সূচি ফাইনাল করতে দেখা করবে। এশিয়া কাপের আসন্ন সংস্করণে আটটি দলের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে, এবং টুর্নামেন্টটি ১০ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, তবে এটি কয়েক দিন আগে শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেখানে টুর্নামেন্টের মূল আকর্ষণ হবে ভারত বনাম পাকিস্তানের সম্ভাব্য দুটি ম্যাচ।