Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। সম্প্রতি বিসিসিআই (BCCI) এবং অন্যান্য কয়েকটি বোর্ড আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)-এর মিটিংয়ে অনুপস্থিত থাকছে। আগামী ২৪ জুলাই বাংলাদেশের ঢাকায় এই মিটিং হওয়ার কথা রয়েছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মোহসিন নাকভিকে (Mohsin Naqvi) তাদের সিদ্ধান্ত জানিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, বিসিসিআই ঢাকায় মিটিংয়ে না যাওয়ার কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে চলতে থাকা কূটনৈতিক টানাপোড়েনকে দেখিয়েছে। বিসিসিআইয়ের এই মিটিংয়ে না আসার বিষয়টিতে শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তানের সমর্থন রয়েছে। এদিকে পিসিবির প্রধান নকভি যেহেতু এসিসি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তাই তিনি ঢাকাতেই মিটিং করার ব্যাপারে অনড় রয়েছেন। BAN vs IND Series 2025: এক বছরের জন্য পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফর, ঘোষণা বিসিসিআইয়ের
এশিয়ান কাউন্সিলের মিটিংয়ে অনুপস্থিত বিসিসিআই
🚨 BCCI CAN BOYCOTT ASIA CUP. 🚨
- The BCCI will boycott the Asia Cup if PCB Chairman doesn't change the venue of the ACC meeting from Dhaka. (Vipul Kashyap/ANI). pic.twitter.com/4NeLzeMOJK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 19, 2025
মিটিংয়ে বিসিসিআই না থাকলে কি হবে?
এসিসির নিয়ম অনুসারে, এশিয়া কাপসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মূল সদস্য বোর্ডগুলোর অনুপস্থিতিতে নেওয়া সম্ভব নয়। যার মানে হলো পাকিস্তান ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট (Bangladesh Cricket Board) এশিয়া কাপের সিদ্ধান্ত একা একা নিতে পারবে না। যদিও তারা অন্যান্য বোর্ডের সাথে মিটিং করে তবুও সেটা আইনগতভাবে বৈধ হবে না। মরসুমের মিটিংয়ের জন্য মাত্র পাঁচ দিন বাকি থাকা সত্ত্বেও এই মিটিংয়ের স্থান পরিবর্তনের বিষয়ে এসিসি (ACC) এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, ফলে এবারের এশিয়ার ইভেন্টটি আরও অসম্ভব হয়ে পড়েছে। যে কোনোভাবেই হোক এশিয়া কাপের ইতিহাসের সবচেয়ে সফল দল, 'মেন ইন ব্লু' ছাড়া টুর্নামেন্ট করানো মানে বিপুল ক্ষতি।