IND vs PAK, Asia Cup 2023 (Photo Credit: ICC/X)

Asia Cup 2025: ২০২৫ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। মহাদেশীয় এই টুর্নামেন্টের ১৭তম সংস্করণটি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে চলেছে বলে বিভিন্ন রিপোর্ট জানিয়েছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে যে সংযুক্ত আরব আমিরাত এই ইভেন্ট আয়োজনের জন্য এগিয়ে রয়েছে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলোর দক্ষতা বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত যদিও এশিয়া কাপের আয়োজক হলেও নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে চূড়ান্ত করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) মধ্যস্থতায় একটি চুক্তির পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে আইসিসির মেন ইভেন্টগুলিতে দুই দেশের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে খেলা নিশ্চিত হয়েছে। এখন টুর্নামেন্টের সূচিতে দেরি এবং শেষ মুহুর্তের অনিশ্চয়তা থেকে বাঁচতে আইসিসির এই নিয়ম মেনে নিয়েছে এসিসি। India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ২০২৮ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে

এশিয়া কাপ ২০২৫ টুর্নামেন্টে অংশ নেবে যারা

এর আগে ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তখন পাকিস্তানকে একটি হাইব্রিড মডেলে রাজি হতে বাধ্য করা হয়েছিল। যেখানে শ্রীলঙ্কায় ভারতের সব ম্যাচগুলি খেলা হয়। সেবার এই মহাদেশীয় টুর্নামেন্টে ১৩টি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচ আয়োজন করেছিল পাকিস্তান। চলতি বছরের শুরুতে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকার করার পর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেলের অনুমোদন দেয় আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রথমে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্টের একটি অংশ আয়োজন না করার বিষয়ে অনড় ছিল। তবে পরে তিন পক্ষই (আইসিসি, বিসিসিআই ও পিসিবি) হাইব্রিড মডেলে সম্মত হয়। তখনই আইসিসি আরও জানিয়ে দেয় যে ২০২৮ সালের আগে ভারতে আয়োজিত বড় ইভেন্টগুলিতে পাকিস্তান আসবে না।

এখন ২০২৫ সালে আয়োজিত মহিলা ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাকিস্তান। উল্লেখ্য, কলম্বোয় ২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শেষ বারের আসর জিতেছিল ভারত। ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ম্যান ইন ব্লুর ঝুলিতে রয়েছে আটটি ট্রফি। এরপর শ্রীলঙ্কা এপর্যন্ত ছয়বার এশিয়া কাপ জিতেছে। পাকিস্তান দুইবার শিরোপা জিতেছে। পাকিস্তানের সর্বশেষ জয়টি এসেছিল ২০১২ সালে।