আগামী ২৮ ডিসেম্বর সিডনিতে বিগ ব্যাশ লিগের ১৮ তম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের (Melbourne Renegades) মুখোমুখি হবে সিডনি সিক্সার্স (Sydney Sixers)। হারিকেন্সের কাছে আট রানে হেরে যাওয়ার আগে প্রথম তিনটি ম্যাচ জিতেছিল রেনেগেডস কিন্তু আবার জয়ের পথে ফিরলে তারা বিগ ব্যাশের শীর্ষে উঠে আসবে। কিন্তু সিক্সার্সের শুরুটা ধীরগতিতে হলেও শেষ দুই ম্যাচে জয় নিয়ে মরসুম শুরু করে, দুটি জয়ই এসেছে ঘরের মাঠে। নিক ম্যাডিনসন (Nic Maddinson) ও অ্যারন ফিঞ্চের (Aaron Finch) ব্যাটে বিপদের সম্ভাবনা সিডনি সিক্সার্সের। ম্যাডিনসনের সর্বোচ্চ ৮৭ রান চলতি মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ আর ফিঞ্চ অপরাজিত ৭০ রানে। সিক্সার্সের ব্যাটিং একটি উল্লেখযোগ্য দুর্বলতা প্রমাণ করেছে, মোট ৫৩৮ রান যা যে কোনও দলের মধ্যে সবচেয়ে কম। যেখানে রেনেগেডস তারকা আকেল হোসেইন (Akeal Hosein) ইতিমধ্যে ১০ উইকেট নিয়েছেন, যা প্রতিযোগিতার দ্বিতীয় সর্বাধিক। প্রতিযোগিতায় রান তুলতে হলে সিডনির দলকে দু'দিকেই উন্নতি করতে হবে।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
২৮ ডিসেম্বর বিগ ব্যাশ লিগের ১৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডসের (Melbourne Renegades) এবং সিডনি সিক্সার্স (Sydney Sixers)। সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি (Sydney Cricket Ground, Sydney) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ১ঃ৪৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।
Be assured of a #BBL classic when @RenegadesBBL take on @SixersBBL with ? on ? spot ?
Watch ??????????? #BBL12 action from Down Under ??, LIVE on #SonyLIV ?? pic.twitter.com/fIwa3YQtYu
— Sony LIV (@SonyLIV) December 28, 2022