BBL 2022-23 (Photo Credit: Sydney Sixers/ Twitter)

২০২২-২৩ বিগ ব্যাশ মরশুমে আসন্ন ১২ নম্বর ম্যাচে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars) এবং পার্থ স্কর্চার্স (Perth Scorchers) খেলা হবে। আগামী ২৩ ডিসেম্বর মেলবোর্নের সিটিপাওয়ার সেন্টারে (CitiPower Centre, Melbourne) মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচ থেকে দ্বিতীয় জয় তুলে নিয়ে শীর্ষ চারে জায়গা করে নিতে মরিয়া মেলবোর্ন স্টার্স অন্যদিকে প্রথম দুই ম্যাচে একটি জয় ও একটি হার নিয়ে নামবে পার্থ স্কর্চার্স। হারিকেন্সের বিপক্ষে শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ছে স্টাররা। অন্যদিকে হোবার্টের বিপক্ষে শেষ ম্যাচে হেরেছে স্কর্চার্সরা। মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) ব্যাটে ভর করে এগিয়ে যাবে মেলবোর্ন স্টার্স, বল হাতে নেতৃত্ব দেবেন ট্রেন্ট বোল্ট (Trent Boult) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)। পার্থ স্কর্চার্সের টপ অর্ডারে ফাফ ডুপ্লেসিসই (Faf du Plessis) হবেন মূল ভরসা, আর বল হাতে ডেঞ্জারম্যান জে রিচার্ডসন (Jhye Richardson)।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

২৩ ডিসেম্বর বিগ ব্যাশ লিগের ১২ নম্বর ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars) এবং পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। মেলবোর্নের সিটিপাওয়ার সেন্টারে (CitiPower Centre, Melbourne) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ১০ঃ০০-টায় খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে ।