Rangpur Riders (Photo Credit: Rangpur Riders/ Twitter)

আজ ৩ ফেব্রুয়ারি শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) ৩৪ তম ম্যাচে রংপুর রাইডার্সের (Rangpur Riders) মুখোমুখি হবে ঢাকা ডমিনেটার্স (Dhaka Dominators)। দশ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পাওয়া ঢাকার অবস্থা খুবই কঠিন। নাসির হোসেনের দলকে প্লে-অফে যাওয়ার জন্য বাকি ম্যাচগুলো জিততেই হবে। আগের তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর রংপুর রাইডার্স। জয়ের সৌজন্যে, নুরুল হাসানের (Nurul Hasan) দল দশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আসন্ন ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্স?

৩ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এ ছাড়া র‍্যাবিটহোলবিডি স্পোর্টসের (Rabbitholebd Sports) ইউটিউব চ্যানেলও খেলা দেখতে পারবেন ভক্তরা। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।