Fortune Barishal (Photo Credit: Fortune Barishal/ Twitter)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) ২০২৩-এর ১৮-তম ম্যাচে আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) মুখোমুখি হবে ফরচুন বরিশাল (Fortune Barishal) ও রংপুর রাইডার্স (Rangpur Riders)। সাকিব আল হাসানের (Shakib Al Hasan) নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্সের (Sylhet Strikers) কাছে ৬ উইকেটে হেরে অভিযান শুরু করলেও এখন টানা তিন ম্যাচ জয় নিয়ে মাঠে নামবে বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorians) বিপক্ষে ১২ রানে জয় লাভ করে তারা। প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ৪৫ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৮১ রানের ইনিংসে ভর করে ১৭৭-৬ রানের বিশাল স্কোর গড়ে বরিশাল। এদিকে নুরুল হাসান সোহানের (Nurul Hasan Sohan) নেতৃত্বাধীন রাইডার্স ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারা সবসময় জয় তুলে নিতে না পারায় তাদের দুর্বলতা ধরা পড়েছে। খুলনা টাইগার্সের (Khulna Tigers) কাছে ৯ উইকেটে হারের হতাশা নিয়ে মাঠে নামছে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স?

১৯ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।