আজ ৩ ফেব্রুয়ারি শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) ৩৪ তম ম্যাচে রংপুর রাইডার্সের (Rangpur Riders) মুখোমুখি হবে ঢাকা ডমিনেটার্স (Dhaka Dominators)। দশ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পাওয়া ঢাকার অবস্থা খুবই কঠিন। নাসির হোসেনের দলকে প্লে-অফে যাওয়ার জন্য বাকি ম্যাচগুলো জিততেই হবে। আগের তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর রংপুর রাইডার্স। জয়ের সৌজন্যে, নুরুল হাসানের (Nurul Hasan) দল দশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আসন্ন ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তারা।
রাইডারদের পরবর্তী চার ম্যাচের শিডিউল! #BPL2023#Joyerlorai pic.twitter.com/13LJDVKVzA— Rangpur Riders (@RangpurRider) January 31, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্স?
৩ ফেব্রুয়ারি, ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium, Dhaka) ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্স?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা ডমিনেটর বনাম রংপুর রাইডার্সের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।