Shakib-Al-Hasan (Photo Credit: Fortune Barishal/ Twitter)

আগামী ২০ জানুয়ারি, শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) ২০২৩-এর ২০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডমিনেটার্স (Dhaka Dominators) ও ফরচুন বরিশাল (Fortune Barishal)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) অনুষ্ঠিত হবে এবারের আসর। নাসির হোসেনের (Nasir Hossain) নেতৃত্বাধীন ডমিনেটররা টুর্নামেন্টের সেরা সময় পার করতে পারেনি। শুরুতে খুলনা টাইগার্সকে (Khulna Tigers) ছয় উইকেটে হারানোর পর টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ডমিনেটররা। ১৯ জানুয়ারি ইমরুল কায়েসের (Imrul Kayes) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorians) কাছে ৩৩ রানে হারের পর মাঠে নামে ডমিনেটররা। ১৮৫ রান তাড়া করতে নামার পর মাত্র ১৫১ রান তুলে শেষ করে ডমিনেটররা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সকে (Sylhet Strikers) টেবিলের শীর্ষস্থান থেকে সরিয়ে দেওয়ার সব সুযোগ থাকায় আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে বরিশালকে। নিজেদের প্রথম ম্যাচে স্ট্রাইকার্সের কাছে হারের পর টানা চার ম্যাচ জিতেছে তারা। গত ১৯ জানুয়ারি রংপুর রাইডার্সকে (Rangpur Riders) ৬৭ রানে হারায় তারা। সপ্তম উইকেটে ১৯২ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ড গড়েন সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed)।

কবে, কোথায় আয়োজিত হবে ঢাকা ডমিনেটার্স বনাম ফরচুন বরিশাল?

২০ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium) ঢাকা ডমিনেটার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ঢাকা ডমিনেটার্স বনাম ফরচুন বরিশাল?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা ডমিনেটার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

বিপিএল ২০২৩ সরাসরি দেখানো হবে গাজী টিভি (Gazi TV) ও মাছরাঙা টিভিতে (Maasranga TV)। এই চ্যানেলগুলো তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সফলভাবে সম্প্রচার স্বত্ব কিনেছে। বিপিএলের সরাসরি সম্প্রচারের জন্য তারা প্রায় ৮২ মিলিয়ন ডলার ব্যয় করেছে। বাংলাদেশে এই দুটি চ্যানেল ব্যবহার করে আপনার পছন্দের প্লেয়ারদের খেলা দেখতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসে সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) ব্যবহার করতে পারেন।