Top End T20 Series 2025: শুরু হতে চলেছে টপ এন্ড টি২০ সিরিজ ২০২৫ (Top End T20 Series 2025)। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) টপ এন্ড টি২০ সিরিজের জন্য তাদের এ টিমের স্কোয়াড ঘোষণা করেছে। এ মাসের শেষে অস্ট্রেলিয়ার ডারউইনে আয়োজিত হবে এই লিগ। টানা দ্বিতীয়বার বাংলাদেশ এ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ২০২৪ সালের উদ্বোধনী মরসুমের পর এবার মোট ১১টি দল এই সংস্করণে অংশগ্রহণ করছে। বাংলাদেশ 'এ' ছাড়াও থাকছে নেপাল এবং পাকিস্তান শাহিনস (Pakistan Shaheens)। এছাড়া শিকাগো কিংসমেন (Chicago Kingsmen) নামক একটি লিগ দলও এই সিরিজে অংশ নেবে। বাকি বিগ ব্যাশের ফ্রাঞ্চাইজিগুলোর অ্যাকাডেমি দলগুলোর মধ্যে মেলবোর্ন স্টার্স, হোবার্ট হারিকেনস, পার্থ স্কোরচার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, এসিটি কমেটস, এনটি স্ট্রাইক এবং মেলবোর্ন রেনেগেডস এই লিগ খেলতে চলেছে। AFG Squad, Asia Cup 2025: ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা আফগানিস্তানের, অধিনায়কত্বে রাশিদ খান
টপ এন্ড টি২০ সিরিজে বাংলাদেশ
Bangladesh A Team for Top End T20 Series 2025
The Bangladesh Cricket Board (BCB) announces the A Team for the Top End T20 Series to be held in Darwin, Australia later this month. The Bangladesh side makes a return to the event after a first appearance in 2024.… pic.twitter.com/yE6Xhlsgli
— Bangladesh Cricket (@BCBtigers) August 4, 2025
বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে (Nurul Hasan Sohan) অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দল আগামিকাল (৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা ছাড়বে।
বাংলাদেশ এ টপ এন্ড টি২০ সিরিজের স্কোয়াড
কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুবো, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।
বাংলাদেশ এ টপ এন্ড টি২০ সিরিজের সূচি
১৪ আগস্টঃ বাংলাদেশ এ বনাম পাকিস্তান এ
১৬ আগস্টঃ বাংলাদেশ এ বনাম নেপাল
১৭ আগস্টঃ বাংলাদেশ এ বনাম পার্থ স্কোরচার্স
১৯ আগস্টঃ বাংলাদেশ এ বনাম এনটি স্ট্রাইক
২১ আগস্টঃ বাংলাদেশ এ বনাম মেলবোর্ন স্টার্স
২৪ আগস্টঃ বাংলাদেশ এ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স
২৪ আগস্টঃ বাংলাদেশ এ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স
২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট বাংলাদেশ এ বনাম দক্ষিণ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ