ফের একবার ইতিহাসের সামনে বাঙালি। ২০০০ সালে প্রথমবারের জন্য ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করার মাত্র কুড়ি বছরের মধ্যেই অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের (U19 Cricket World Cup) ফাইনালে বাংলাদেশ। ১১ বাঙালির ব্রিগেড সেমিফাইনালে উড়িয়ে দিল কিউয়িদের। ফাইনালে টাইগারদের মুখোমুখি ভারত।
নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ২১২ রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের৷ তবে মহমুদুল হাসান জয়ের দুরন্ত সেঞ্চুরিতে জয়ের মুখ দেখে বাংলাদেশ৷ বাংলাদেশ (Bangladesh) ক্রিকেটে ইতিহাস গড়ল ১১ বাঙালি যুবা। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে অনায়াসে হারালেন আকবর আলিরা। ৬ উইকেটে নিউজিল্যান্ডকে মাত দিয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। আরও পড়ুন, ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন, আজ রইল সিআর সেভন সম্পর্কিত অজানা তথ্য
টসে জিতে এদিন বোলিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম ও ডান হাতি পেসার তানজিম হাসান সাকিব শুরুটা দারুণ করেন। ৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭৪ রানের মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেন ৪ কিউয়ি ব্যাটসম্যান। পেসারদের পর নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের তিন স্পিনার শামিম, রকিবুল ও মুরাদ। শামি ও মুরাদ নিয়েছেন ২টি করে উইকেট। ১টি উইকেট তুলেছে রকিবুল। পেস-স্পিনের সামনে টালমাটাল নিউজিল্যান্ডের হাল ধরেন বেকহাম হুইলার গ্রিনাল। ৮৩ বলে তাঁর অপরাজিত ৭৫ রান নিউজিল্যান্ডের রানকে ভদ্রস্থ করেছে। নির্ধারিত ৫০ ওভারে কিউয়িরা তোলে ৮ উইকেট হারিয়ে ২১১।