BAN T20I Team (Photo Credit: ICC/ X)

চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কা সিরিজের জন্য নির্বাচকরা যেদিন দল ঘোষণা করেন, সেদিনই চট্টগ্রামে বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ৩১ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। শান্তর নেতৃত্বে ছয়টি পরিবর্তনের মধ্যে বাদ পড়েছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া বাদ পড়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও রনি তালুকদার। তার পরিবর্তে ফিরিয়ে আনা হয়েছে আনামুল হক বিজয়, মহম্মদ নাঈম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার আলিস আল ইসলাম। বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে দুটি ফিফটি হাঁকিয়ে এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে ফিরেছেন মাহমুদউল্লাহ। Najmul Hossain Shanto: বিদায় সাকিব, তিন ফর্ম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে নাজমুল হোসেন

আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ মার্চ চট্টগ্রামে হবে ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ টি-২০ দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক, মহম্মদ নঈম, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজ রহমান, শোরিফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।

বাংলাদেশ ওয়ানডে দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শোরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজ রহমান।