BAN vs WI ODI Series: ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এসেছে। তারা তিনটি করে ম্যাচের ওয়ানডে এবং টি২০ সিরিজ খেলবে। আগামিকাল ১৮ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে সিরিজ পুরোটায় অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। যেখানে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) নেতৃত্বে খেলবে। তার দলে রয়েছে সাইফ হাসান (Saif Hassan), জাকের আলি (Jaker Ali), মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-এর মতো তারকারা। এছাড়া সৌম্য সরকার (Soumya Sarkar) দলে আবার যোগ দিয়েছেন। মাহিদুল ইসলাম অঙ্কনও (Mahidul Islam Ankon) কিছু ভালো পারফরম্যান্সের কারণে দলে জায়গা পেয়েছেন। তবে লিটন দাস (Litton Das) চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দিচ্ছেন শাই হোপ (Shai Hope)। তাদের দলে আছেন জেডেন সিলস (Jayden Seales), আমির জাঙ্গু (Amir Jangoo), শামার জোসেফ (Shamar Joseph) এবং গুদাকেশ মোতিরা (Gudakesh Motie)। Rishad Hossain in BBL: পুরো ১০ বছর পর! বিগ ব্যাশ লিগে দ্বিতীয় বাংলাদেশী তারকা হতে চলেছেন রিশাদ হোসেন
কাল থেকে শুরু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ
The Tigers trained this morning at SBNCS, fine-tuning their preparations ahead of tomorrow’s opening ODI against the West Indies. 🇧🇩💪#Bangladesh #TheTigers #BCB #Cricket #BANvWI #TigersForever #BANvWI2025 #HomeSeries #WhiteBall #WhiteBallSeries #WestIndies #BCB #CricketTourism pic.twitter.com/ZN3RnabE50
— Bangladesh Cricket (@BCBtigers) October 17, 2025
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম আন্তন, জাকির আলী, শামিম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজ রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডঃ শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্টে, জেডিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সূচি
প্রথম ওয়ানডেঃ ১৮ অক্টোবর (ঢাকা)
দ্বিতীয় ওয়ানডেঃ ২০ অক্টোবর (ঢাকা)
তৃতীয় ওয়ানডেঃ ২৩ অক্টোবর (ঢাকা)