Bangladesh National Cricket Team vs West Indies National Cricket Team, Live Streaming: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৮ অক্টোবর মুখোমুখি হবে BAN বনাম WI। ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আয়োজক বাংলাদেশের সম্প্রতি ওয়ানডেতে ভালো সময় যাচ্ছে না। তারা আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারে। এর আগে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এও ভালো পারফর্ম করতে পারেনি। মেহেদির দল এবার ঢাকায় ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও ভালো নয়। তারা সম্প্রতি ভারতের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছে। তবে দুইবারের চ্যাম্পিয়নরা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করতে বাংলাদেশের বিপক্ষে ভালো করার চেষ্টা করবে। NZ vs ENG 1st T20I Live Streaming: নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, প্রথম টি২০ ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ
Don’t miss a single moment of the excitement — Watch the Dutch-Bangla Bank Bangladesh 🆚 West Indies ODI Series 2025 live!
📡 Broadcast Partners:
🇧🇩Bangladesh
• T Sports
• Nagorik TV
• Tapmad (Digital)
🇮🇳India
• Fancode
🇵🇰Pakistan
• Tapmad
🇻🇨Caribbean
• Flow
🌎Rest of… pic.twitter.com/IzFz0MzQ60
— Bangladesh Cricket (@BCBtigers) October 18, 2025
বাংলাদেশ স্কোয়াডঃ মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম আন্তন, জাকির আলী, শামিম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজ রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্টে, জেডিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ?
১৮ অক্টোবর ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ?
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টায় এবং বাংলাদেশ সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে দেখা যাবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টস (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagorik TV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড (Fancode) অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে Tapmad অ্যাপে।