Pathum Nissanka (Photo Credit: Wisden/ X)

ওপেনার পাথুম নিসাঙ্কার (Pathum Nissanka) ১১৩ বলে ১১৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের বিপক্ষে তিন উইকেটের জয় তুলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা এনেছে শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪৩-৩ ব্যবধানে পিছিয়ে পড়ার পর অবশেষে ৯১ রান করা চারিথ আসালাঙ্কার সঙ্গে জুটি বাঁধেন নিসাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে ১৮৫ রানের জুটি এবং ৪৮তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার ২৫ রানের সুবাদে বাংলাদেশকে হারাতে সফল হয় সফরকারীরা। নিসাঙ্কা তার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করার পরেই তাদের জুটি ভেঙে যায়, যখন মেহেদী হাসান তাকে আউট করেন। পরের ওভারে তাসকিন আহমেদের বলে বিদায় নেন আসালাঙ্কা। সপ্তম উইকেটে ৩৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে আরও কাছে নিয়ে যান দুনিথ ওয়েলাললাগে ও হাসারাঙ্গা। BAN Series in USA: টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ও কানাডার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আমেরিকা

ম্যাচের শুরুতে তৌহিদ হৃদয়ের অপরাজিত ৯৬ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশ ৭ উইকেটে ২৮৬ রান করে। হৃদয় অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও শেষ দুই বলে পরপর ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করেন। কুশল মেন্ডিসের বলে ছয়ে নামা হৃদয় তার ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। বাংলাদেশের ওপেনার লিটনকে প্রথম ওভারে সিরিজে নিজের দ্বিতীয় টানা শূন্য রানে ফেরত পাঠানো হলেও সৌম্য সরকার ৬৮ ও অধিনায়ক নাজমুল ৪০ রান করে ৭৫ রানের জুটি গড়ে ইনিংস স্থির করেন। বাংলাদেশের প্রথম ম্যাচের জয়ে অপরাজিত সেঞ্চুরি করা নাজমুল তাকে ফেরত পাঠান দিলশান মাদুশঙ্কা। সৌম্য আউট হওয়ার দুই বল পর মাহমুদউল্লাহ রিয়াদকে শূন্য রানে বোল্ড করেন হাসরাঙ্গা, এরপর ২৫ রানে হেভি হিটার মুশফিকুর রহিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবং ১২ রানে মেহেদী হাসান মিরাজকে বোল্ড করেন হাসারাঙ্গা।

দেখুন স্কোরকার্ড