আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ ৩ ফেব্রুয়ারি সাহারা পার্ক উইলোমুর ক্রিকেট স্টেডিয়ামে সুপার সিক্সে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ, একমাত্র পরাজয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। সুপার সিক্সের ম্যাচে নেপালের বিপক্ষে পাঁচ উইকেটে জিতে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তারা। অন্যদিকে,পাকিস্তান এখনও পর্যন্ত টুর্নামেন্টে অসাধারণ খেলেছে এবং এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৮১ রানের ব্যবধানে জয়ের পর নেপাল ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম সুপার সিক্স ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। ম্যাচে আয়ারল্যান্ড ১৮১ রানের একটি হতাশাজনক স্কোর করে। জন ম্যাকনালি ৮১ বলে ৫৩ রান করে তাদের পক্ষে সেরা রান সংগ্রহ করেন। তবে আহমেদ হাসানের অপরাজিত ৫৭ রানের ইনিংস পাকিস্তানকে জয় পেতে সাহায্য করে। পাকিস্তান এখন বাংলাদেশের বিপক্ষে আরেকটি জয় নিশ্চিত করে অপরাজিত থেকে তাদের গ্রুপ শেষ করতে চাইবে। ICC U19 World Cup Semi-Final: সচিন-উদয়ের সুবাদে সেমিফাইনালে ভারত, জায়গা করল অজি-প্রোটিয়ারাও
ICC U19 World Cup 2024 | Super Six
Bangladesh U19 Vs Pakistan U19
February 3, 2024 | 02:00pm | Benoni
LIVE on 📷 https://t.co/9k7cqj7B0S
Photo Credit: Getty Images#BCB | #Cricket | #U19WorldCup | #ICC pic.twitter.com/WIijzta0s2
— Bangladesh Cricket (@BCBtigers) February 3, 2024
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিশান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মহম্মদ শিহাব জেমস, শেখ পায়ভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহনাত দৌলা বোরসন, মো. ইকবাল হোসেন এমোন, মারুফ মৃধা, আদিল বিন সিদ্দিক, আশরফুজ্জমান বোরানো, ওয়াসি সিদ্দিকী, মো. রফি উজমান রফি।
আজ আয়োজিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিবশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ
৩ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, ইংল্যান্ড বনাম জিম্বাবয়ে, এবং নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড।
Just ONE more semi-final spot is up for grabs ‼
The latest as we head into the final day of Super Six action at the #U19WorldCup 📲 https://t.co/PN3LPAt1mn pic.twitter.com/NPtRCuTd3l
— ICC Cricket World Cup (@cricketworldcup) February 3, 2024
কখন থেকে শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ?
আজ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ
সরাসরি টিভিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ
সরাসরি অনলাইনে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে