আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ওয়ানডে তালিকায় আয়োজক বাংলাদেশ এখন সাত নম্বরে আর নিউজিল্যান্ড আছে ছয় নম্বরে। ওয়ানডে ক্রিকেটে ৩৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে কিউইরা ২৮বার জিতেছে, আর বাংলাদেশ জিতেছে মাত্র ১০বার। দু'পক্ষই আইসিসি ইভেন্টের আগে চোটের আশঙ্কা এড়াতে বিশ্বকাপ খেলতে যাওয়া কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর সিরিজের জন্য গতকাল ১৯ সেপ্টেম্বর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।
সিরিজের উদ্বোধনী দুই ওয়ানডেতে ১৫ সদস্যের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। এদিকে বিসিবিও তাদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে এই সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার অনুপস্থিতিতে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সাম্প্রতিক এশিয়া কাপের দলে থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শোরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, কেন উইলিয়ামসন ও টম লাথামের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে কিউইদের নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। নিউজিল্যান্ডও টিম সাউদিকে ছাড়াই মাঠে নামবে, যিনি বুড়ো আঙুলের চোটের কারণে বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে ওঠার দৌড়ে থাকবেন। অক্টোবর-নভেম্বরে বছরের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে নামার আগে এই তিন ম্যাচের সিরিজ দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ। Tanzim Hasan on Misogynist Post:'নারীবিদ্বেষী নই', ফেসবুকে আপত্তিকর পোস্টের জন্য বাংলাদেশ ক্রিকেটের কাছে ক্ষমা চাইলেন তানজিম হাসান সাকিব
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি
The three-match ODI series against @BCBtigers gets underway tomorrow in Dhaka! 🇧🇩
Follow LIVE stream coverage on the Rabbitholebd Sports YouTube channel (https://t.co/LbVpzyDWqK) 📺 and LIVE scoring at https://t.co/3YsfR1YBHU 📲#BANvNZ #CricketNation pic.twitter.com/TLp9o5LT3l
— BLACKCAPS (@BLACKCAPS) September 20, 2023
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ভেন্যু
- বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সরাসরি সম্প্রচার
- ভারতের ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ সরাসরি দেখা যাবে। টিভিতে এই ম্যাচ সম্প্রচার করা হবে না।
- টি স্পোর্টস বাংলাদেশে খেলা সরাসরি সম্প্রচার করবে।