সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু আপত্তিকর পোস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান। বিসিবির ভাষ্যমতে, বিতর্কিত পোস্টের পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন এই ক্রিকেটার। গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর তানজিম সোশ্যাল মিডিয়ায় নারীদের নিয়ে বেশ কিছু আপত্তিকর পোস্ট ভাইরাল হওয়ার পর তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। একটি পোস্টে তিনি লিখেছেন, একজন কর্মজীবী মহিলা তার স্বামী বা সন্তানদের তার সাথে থাকতে দেবে না; সে তার আকর্ষণ হারিয়ে ফেলে, তার পরিবারকে ধ্বংস করে দেয় অন্য একটি পোস্টে তিনি দাবি করেছেন, "বিশ্ববিদ্যালয়ে অবাধে মিশে থাকা মেয়েকে বিয়ে করলে সন্তানকে লজ্জাশীলা মা দেওয়া যায় না।" Nasir Hossain: বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জ আইসিসি-র
One of Tanzim Sakib's posts which is under the radar. pic.twitter.com/c58cZtCSLm
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 18, 2023
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তানজিমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি পোস্টগুলোর জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে তানজিম সাকিবের সঙ্গে কথা বলেছে ক্রিকেট অপারেশন্স কমিটি। মিডিয়া কমিটিও তাঁর সঙ্গে যোগাযোগ করে। আমরা তানজিমকে তার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনার কথা জানিয়েছি। তিনি বলেন যে তিনি কাউকে আঘাত করার জন্য এই পোস্টগুলি লেখেননি। কাউকে টার্গেট করে নয়, নিজের জন্য লিখেছে। তিনি বলেন, ওইসব পোস্ট যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকে তাহলে তিনি দুঃখিত।'
BCB Operations Chairman Jalal Yunus told media today that after a discussion with Tanzim Hasan Sakib, the player informed them that his social media posts were not directed to anyone or with an intention to hurt anyone. He felt sorry for his posts.
Jalal Yunus also informed the… pic.twitter.com/gaUCCVEUMD
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) September 19, 2023
তিনি আরও যোগ করে বলেন, 'মহিলাদের নিয়ে তিনি যে পোস্ট করেছেন, তার সম্পূর্ণ দায়িত্ব তিনি নেন। তিনি বলেন, তিনি কোনো নারীবিদ্বেষী নন। আমরা তাকে সতর্ক করে দিয়েছি, ভবিষ্যতে ফেসবুকে কিছু পোস্ট করলে বিসিবি তার ওপর নজর রাখবে।' এরপর তাঁর ডিলিট করা পোস্টগুলো ভাইরাল হয়ে যাওয়ার পর বাংলাদেশের তরুণ ক্রিকেটারের ওপর চড়াও হন নারী অধিকারকর্মী ও লেখকরা।