গতকাল এবং আজকে সকালেও বৃষ্টির কারণে খেলার প্রায় চারটি সেশন নষ্ট হওয়ার পর খেলা শুরু হয় লাঞ্চের পর। ৫ উইকেটে ৫৫ রানে খেলা শুরু করা কিউইদের বিপদে হাল ধরেন গ্লেন ফিলিপস। ৭২ বলে ৯টি চার এবং ৪টি ছয় মেরে ৮৭ রান করে বাংলাদেশের ১৭২ রানের স্কোর পার করে লিড নিতে সাহায্য করেন। ৮ রানের লিডের সঙ্গেই বাকি উইকেট পড়ে ৩৭.১ ওভারেই নিউজিল্যান্ডের খেলা শেষ হয়। আজ বাংলাদেশের হয়ে ভালো বোলিং করেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান সিরাজ, নাইম হাসান এবং শোরিফুল ইসলাম। যেখানে শোরিফুলের ঝুলিতে আসে ২টি উইকেট এবং বাকিরা আজ ১টি করে উইকেট নেন।
এরপর ব্যাট করতে নেমে ইনিংসের মাত্র ৩ রানেই আউট হয়ে যান মাহমুদুল হাসান জয়। তাঁর উইকেটটি নেন এজাজ প্যাটেল। এরপর বাংলাদেশের অধিনায়ক শান্তকে মাত্র ১৫ রানে ফেরান কিউই অধিনায়ক টিম সাউদি। কাল সকালে ব্যাটিং করতে নামবেন জাকির হাসান এবং মমিনুল হক। বাংলাদেশ ২ উইকেটে ৩৮ রান করে ৩০ রানে এগিয়ে আজকের খেলা শেষ করে। আজকে খারাপ আলোর জন্য বাংলাদেশের ব্যাটিং আর এগোয়নি। ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায় জবাবে নিউজিল্যান্ড ১৮০ রানে ইনিংস শেষ করে। PAK vs AUS PM XI Day 3: ব্যর্থ পাক বোলিং, ম্যাট রেনশর শতকে অজি প্রধানমন্ত্রী একাদশের স্কোর ৩৬৭/৪
দেখুন স্কোরকার্ড
Dutch-Bangla Bank Test Series 2023
Bangladesh 🆚 New Zealand | 2nd Test
Day 3 - Session 3 (Play Stopped due to Bad Light)
Bangladesh lead by 30 runs
Full Match Details: https://t.co/T3QHK95rOi#BCB | #Cricket | #BANvNZ pic.twitter.com/uedYpJKD80
— Bangladesh Cricket (@BCBtigers) December 8, 2023