বাংলাদেশে সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে শুরু হয়েছে বাংলাদেশের নয়া সফর। আজকে আয়োজিত প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে শূন্য রানেই আউট হয়ে যান রচিন রবীন্দ্র। এরপর শোরিফুল পরের বলেই ফেরান শূন্য রানে ফেরান হেনরি নিকোলসকে। যখন কিউইদের স্কোর ২ উইকেটে ৫ রান তখন ব্যাট করতে আসেন অধিনায়ক টম ল্যাথাম এবং তিনি উইল ইয়ংয়ের সঙ্গে ধীরে ব্যাট করেও বিপদ কাটিয়ে দেন এবং ৯২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে যান। এরপর উইল ইয়ং ৮৪ বলে ১৪টি চার এবং ৪টি ছক্কা মেরে ১০৭ রান করেন। আশ্চর্যজনকভাবে বাংলাদেশের কোনো বোলার উইকেট নিতে পারেনি কিন্তু বাকি চারটি উইকেট এসেছে রান-আউটে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩০ ওভারে ২৩৯ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। ZIM vs IRE 3rd ODI: জিম্বাবয়ে বনাম আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
রান তাড়া করতে নেমে সৌম্য সরকার প্রথমেই শূন্য রানে আউট হয়ে যান। অধিনায়ক শান্তও স্পিন খেলতে না পেরে ইশ সোধির বলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান। আনামুল হক অর্ধশতকের কাছাকাছি এসেও জশ ক্লার্কসনের বলে ৪৩ রানে আউট হন। এরপর জোশ ক্লার্কসন ২২ রানে ফেরান লিটন দাসকে। মুশফিকুর রহিমের থেকে ভালো ব্যাটিং আশা করা হলেও তিনি মাত্র ৪ রান করে রচিন রবীন্দ্রের বলে আউট হয়ে যান। তৌহিদ হৃদয় চেষ্টা চালিয়ে গেলেও ৩৩ রান করে ইশ সোধির বলে আউট হন। আফফি হোসেন শেষের দিকে এসে জয়ের আশা বাঁচিয়ে রাখলেও তিনিও ৩৮ রানে জেকব ডাফির বলে আউট হন। একদিক থেকে মেহেদী হাসান ২৮ রান করে অপরাজিত থাকলেও শোরিফুল ৫ এবং হাসান ৪ রানে আউট হলে ২০০ রানেই খেলা শেষ হয়ে যায়।
দেখুন স্কোরকার্ড
Bangladesh Tour of New Zealand
Bangladesh 🆚 New Zealand | 1st ODI
New Zealand won by 44 runs (DLS method)#BCB | #Cricket | #BANvNZ pic.twitter.com/7KhC8VXjBK
— Bangladesh Cricket (@BCBtigers) December 17, 2023