আজ, ১৪ জুন শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। এটি এশিয়ার দুই দেশের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন ডব্লিউটিসি চক্রের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এ বছর আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট আয়োজন করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারানোর পর আফগানিস্তানের বিপক্ষে একই ধরনের পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। টেস্টে প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কত্ব করছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ায় সাকিব আল হাসানের কাছ থেকে দায়িত্ব নেবেন এই কিপার-ব্যাটার। চোট সারিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল এবং মে মাসে আয়ারল্যান্ড সফরকারী ওয়ানডে দলের বাইরে ছিলেন তিনি। দলে থাকছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া জাকির হাসান। অন্যদিকে, আফগানদের টেস্ট দলে নেই রশিদ খান, মুজিব উর রহমানের মতো বড় নাম।
Walton Test Match: Bangladesh vs Afghanistan 🏏
Watch the Match Live on Gazi TV, T-Sports, Rabbithole and Toffee
Full Match Details: https://t.co/MDvtIwN35K#BCB | #Cricket | #BANvAFG pic.twitter.com/mN6ZJftqOK— Bangladesh Cricket (@BCBtigers) June 13, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ?
১৪ জুন ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ?
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচটি টেলিভিশনে সম্প্রচার করা হবে গাজী টিভি (Gazi TV) এবং টি-স্পোর্টস (T-Sports)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে র্যাবিটহোলবিডিতে (Rabbitholebd)
Broadcasters in different territories:
Bangladesh :
TV: Gazi TV and T-Sports
Digital: Rabbithole App & Web and Toffee
India: Fancode
Afghanistan: RTA Sports
Rest of the World (Except India and Afghanistan): Rabbitholebd YouTube Channel#BCB | #Cricket | #BANvAFG pic.twitter.com/voQnq76u3B— Bangladesh Cricket (@BCBtigers) June 13, 2023