BAN vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদের (Taskin Ahmed) পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ (Khaled Ahmed)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ। নির্বাচক প্যানেলের এক সদস্য ক্রিকবাজকে জানিয়েছেন, তারা তাসকিনকে কিছুটা বিশ্রাম দিতে চেয়েছিলেন এবং ফলস্বরূপ খালেদকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই নির্বাচক বলেন, 'তাসকিন আমাদের সব ফরম্যাটের ক্রিকেটার এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থাকায় ৫০ দিনের জন্য দেশের বাইরে উড়ে যাবেন।' তিনি আরও বলেন, 'আমরা লম্বা সফরের আগে তাকে তরতাজা পেতে চাই এবং তাই খালেদকে দলে নেওয়ার সময় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের দুই পেসার নাহিদ রানা এবং হাসান মাহমুদ ফিট এবং প্রস্তুত বিবেচনা করে আমরা তাকে ব্যবহার করতে পারি।' BAN vs SA 1st Test Score: দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ায় প্রথম টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার
২৬ অক্টোবর চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।