Taskin Ahmed (Photo Credit: Bangladesh Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Netherlands National Cricket Team: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল ৩০ আগস্ট সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) মুখোমুখি হয় BAN বনাম NED। এই ম্যাচে প্রথম ব্যাটিং করে নেদারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। নেদারল্যান্ডের হয়ে ব্যাট হাতে তেজা সর্বাধিক ২৬ রান করেন। অন্যদিকে, বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ (Taskin Ahmed) দুর্দান্ত বোলিং করেন। তাসকিন ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া সাইফ হাসান (Saif Hassan) ২ এবং মুস্তাফিজুর (Mustafizur) ১ উইকেট পেয়েছেন। এরপর বাংলাদেশ ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৭ রানের লক্ষ্য সহজেই তাড়া করে নেয়। BAN vs NED 1st T20I Toss Update: টসে জিতে প্রথমে বল করছে বাংলাদেশ, একনজরে দু'দলের একাদশ

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, প্রথম টি২০ ম্যাচের হাইলাইটস

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অধিনায়ক লিটন দাস (Litton Das) ২৯ বলে সর্বোচ্চ ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। লিটন সেই সময় ৬টি চার ও ২টি ছক্কা মারেন। অপরদিকে সাইফ হাসান (Saif Hassan) ১৯ বল খেলে ৩৬ রান করেন। এইভাবে বাংলাদেশ সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতে যায়। এই ম্যাচে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখেই জয় অর্জন করে। এর আগে বাংলাদেশ ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে বলের দিক থেকে সবচেয়ে বড় জয় অর্জন করে, তখন বাংলাদেশ ৪৮ বল হাতে রেখে ম্যাচ জেতে। বাংলাদেশ এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।