BAN A vs NZ A (Photo Credit: @BDCricTime/ X)

Bangladesh A vs New Zealand A, 1st Unofficial Test Live Scorecard: বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, আনঅফিসিয়াল টেস্ট (Unofficial ODI) সিরিজের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হয়েছে এই ম্যাচের তিন নম্বর দিন। এই টেস্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মিচেল হের (Mitchell Hay) ৮১ রানের সুবাদে ২৫৬ রান করে। তাদের অলআউট করতে খালেদ আহমেদ (Khaled Ahmed) ৬ উইকেট নেন। এরপর প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস ভেঙে পড়লে নুরুল হাসান (Nurul Hasan) ৮৮ বলে ১০৭ রান করেন। নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন (Josh Clarkson) ৪ উইকেট নিয়ে তাদের ২৬৮ রানে অলআউট করে সামান্য লিড নেয়। UAE vs BAN 1st T20I Live Streaming in India and Bangladesh: সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ, প্রথম টি২০ ম্যাচ, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট স্কোরকার্ড

এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলাররা প্রথম দিকে নিউজিল্যান্ডকে বিপাকে ফেললেও নিক কেলি (Nick Kelly) সেঞ্চুরি করে ঘুরে দাঁড়ান। কাল থেকে টানা ব্যাটিং করে আজ ২০৭ বলে ১২২ রান করে ফিরে যান তিনি। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন হাসান মুরাদ (Hasan Murad)। এরপর রান তাড়া করতে নেমে জাকির হাসান (Zakir Hasan) হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের হাল ধরার চেষ্টা করলেও অন্যদিক থেকে উইকেট পড়তেই থাকে। এরপর একই অবস্থা হয় মাহিদুল ইসলাম অঙ্কনের (Mahidul Islam Ankon)-ও। তিনি ৫৭ রানে অপরাজিত থাকলেও কিউই বোলারদের সামনে বাকি কেউ টিকতে পারেনি। ১৭০/৭ থেকে ১৭৫ রানে বাংলাদেশকে অলআউট করতে বড় ভূমিকা রাখেন আদিত্য অশোক (Adithya Ashok)। তার ৫ উইকেটে সুবাদে ৭০ রানে বড় জয় পায় নিউজিল্যান্ড।