BAN A vs NZ A Unofficial Series 2025 (Photo Credits: @lightningspeedk and @thecricketgully/ X)

Bangladesh A vs New Zealand A, 1st Unofficial Test Live Streaming: বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, আনঅফিসিয়াল টেস্ট (Unofficial ODI) সিরিজের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৪ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হয়েছে এই ম্যাচ। বাংলাদেশ সম্প্রতি ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের পর টেস্টেও তাদের জয়ের গতি বজায় রাখার চেষ্টা করবে। দুই দলের আনঅফিসিয়াল এই সিরিজে বাংলাদেশ এ প্রথম ম্যাচে সাত উইকেটে জয়ী হয়ে এবং পরের ম্যাচে কিউইদের ৮৭ রানে পরাজিত করে একটি অপ্রতিরোধ্য ২-০ লিড নেয়। তবে কিউইরাও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ডেড রাবার ম্যাচে চার উইকেটে জিতে ব্যবধান ২-১ করে তারাও। আজ প্রথম অনানুষ্ঠানিক টেস্টে কীভাবে দুই দল নিজের সেরাটা দেয় সেটাই এখন দেখার। আগামী শেষ টেস্ট ঢাকায় ২১ মে থেকে শুরু। BAN A vs NZ A, 3rd Unofficial ODI Scorecard: অবশেষে জয় নিউজিল্যান্ডের, তবে সিরিজ দখল বাংলাদেশেরই

বাংলাদেশ এ স্কোয়াডঃ মহম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন, আনামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শামিম হোসেন, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, মুস্তাফিজ রহমান।

নিউজিল্যান্ড এ স্কোয়াডঃ রিস মারিউ, ডেল ফিলিপস, ম্যাথু বয়েল, মহম্মদ আব্বাস, নিক কেলি (অধিনায়ক) জশ ক্লার্কসন, মিচেল হে, ডিন ফক্সক্রফ্ট, ক্রিস্টিয়ান ক্লার্ক, জেডেন লেনক্স, বেন লিস্টার, আদিত্য অশোক, জাকারি ফক্স, কার্টিস হেফি, জো কার্টার।

পিএসএল ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ?

১৪ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হবে বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ?

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ?

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টিস্পোর্টসে (T-Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ?

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার ফ্যানকোডে (FanCode) হবে। বন্ধ করে দেওয়া হয়েছে। এই ম্যাচ বাংলাদেশে টিস্পোর্টস ইউটিউব চ্যানেলে দেখা যাবে।