ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে বল বিকৃতি বা বল ট্যাম্পারিং নিয়ে আম্পায়ারদের রিপোর্টের পর হেনরি নিকোলসের (Henry Nichollas) বিরুদ্ধে নিউজিল্যান্ড ক্রিকেটের আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছে। টিভি ফুটেজে দেখা যায়, চলতি সপ্তাহে প্লাংকেট শিল্ডে ক্যান্টারবেরি ও অকল্যান্ডের মধ্যে যখন ম্যাচ চলছিল তখন নিকোলস হেলমেট দিয়ে বল ঘষছেন। নিউজিল্যান্ড ক্রিকেট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, "হ্যাগলি ওভালে ক্যান্টারবেরি বনাম অকল্যান্ডের মধ্যে প্লাঙ্কেট শিল্ডের তৃতীয় দিনে নিয়ম ৩.১, অনুচ্ছেদ ১.১৫ ভঙ্গ করার জন্য নিকোলসকে অভিযুক্ত করা হয়েছে।" নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য একজন কমিশনারের কাছে এই অভিযোগ পাঠানো হয়েছে। এখনও শুনানির দিন ঠিক হয়নি। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ড টেস্ট দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিকোলসের। Case filed against Waqar Younis: ম্যাথুজ টাইম-আউট বিতর্কে সাকিবের সমালোচনায় বাংলাদেশে ওয়াকার ইউনিসের বিরুদ্ধে মামলা
Here is the Henry Nicholls rubbing the ball on the helmet incident. pic.twitter.com/jwaliBIFYA
— Vincent Jones (@JonesVincentt) November 10, 2023
নিকোলস এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি। ক্যান্টারবেরি ও অকল্যান্ডের মধ্যকার খেলায় নিকোলস তাঁর দলকে আট উইকেটের জয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন। অকল্যান্ড প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হওয়ার পর ৯ উইকেটে ৪১৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যান্টারবেরি। সর্বোচ্চ ১২০ রান করেন নিকোলস। ৬১ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে আরও ৩০ রান যোগ করেন তিনি। প্লাঙ্কেট শিল্ডের মরসুমে এটি প্রথম জয় ক্যান্টারবেরি-র। এই মুহূর্তে ছয় দলের তালিকায় চার নম্বরে রয়েছে তারা। এদিকে, নিউজিল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটাররা ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে তুলে সালের সেমিফাইনালের সবচেয়ে কাছাকাছি চলে এসেছে কিউইরা।