বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে কম স্কোরের রেকর্ড করায় আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়েছেন পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক বাবর আজম (Babar Azam)। দুই টেস্ট ম্যাচের চার ইনিংসে ০, ২২, ৩১ ও ১১ রানের ইনিংস খেলে শীর্ষ দশ থেকে ছিটকে গিয়েছেন তিনি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরুর আগে বাবর নবম স্থানে ছিলেন এবং তাঁর খেলা দুটি হতাশাজনক ইনিংস দলকে সিরিজ হার এড়াতে সহায়তা করতে পারেনি বরং তাকে শীর্ষ দশের তালিকার বাইরে ঠেলে দিয়েছে। ২৯ বছর বয়সী বাবর এখন আছেন তালিকার ১২তম স্থানে এবং নিজের অবস্থান ঠিক করতে অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার বিদায়ের পর সেরা দশে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান। ICC WTC 2025 Point Table: পাকিস্তানকে টানা দুটো টেস্টে হারিয়ে ইংল্যান্ডকে পিছনে ফেলে প্রথম চারে বাংলাদেশ, শীর্ষে ভারত
অন্যদিকে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জো রুট (Joe Root) নিজের সর্বকালের সেরা টেস্ট রেটিং টপকে যাওয়ার দ্বারপ্রান্তে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লর্ডসে জোড়া সেঞ্চুরি করা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এখন মোট ৯২২ রেটিং পয়েন্টে রয়েছেন এবং তার কেরিয়ারের সেরা হওয়া শুধু অপেক্ষার, চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। ১০ ম্যাচে চারটি সেঞ্চুরি ও ততোধিক হাফসেঞ্চুরিসহ ৬০.০৬ গড়ে ৯৬১ রান করেছেন তিনি। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে রুটের পেছনে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক কেন উইলিয়ামসন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তাঁর স্বদেশী ড্যারিল মিচেল। অন্যদিকে শীর্ষ দশে ভারতের তিনজন খেলোয়াড় রয়েছেন। ভারত থেকে সেরা দশে আছেন রোহিত শর্মা (ষষ্ঠ), যশস্বী জয়সওয়াল (সপ্তম) ও বিরাট কোহলি (অষ্টম)।
একনজরে আইসিসি টেস্ট র্যাঙ্কিং
Babar is out of Top 10 Rankings after almost 56 Months
Unreal Dip in his form and consistency pic.twitter.com/i0ZkAoG4l8
— ٰImran Siddique (@imransiddique89) September 4, 2024