অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের (pakistan national cricket team vs australian men’s cricket team) মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে আজ (৪ নভেম্বর,২০২৪)। মেলবোর্নের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান। অজিদের আগুনে বোলিংয়ে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি।
খেলতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ফাস্ট বোলার মিচেল স্টার্ক নিজের দ্বিতীয় ওভারে স্যাম আইয়ুবকে ১ রানে ক্লিন বোল্ড করেন। এরপর আব্দুল্লাহ শফিককে দ্বিতীয় শিকারে পরিণত করেন স্টার্ক। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন আবদুল্লাহ শফিক।প্রথম ১০ ওভারেই পাকিস্তান দল ২ উইকেট হারিয়ে ৩৫ রান করে। পাকিস্তানের হয়ে অধিনায়ক মহম্মদ রিজওয়ান ৭১ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া বাবর আজম ৪৪ বলে ৩৭ রান, নাসিম শাহ ৪০, শাহীন আফ্রিদি ২৪ ও ইরফান খান ২২ রান করেন। প্রথম ওয়ানডেতে আপাতত পাকিস্তান দল ২০৩ রানে আটকে গেছে। এবার দেখা যাক খেলার ফলাফল কী হয়
.@iNaseemShah makes a valiant 40 featuring four sixes as Pakistan make 203 🏏
Over to the bowlers ☄️#AUSvPAK pic.twitter.com/zDFWA3OQIG
— Pakistan Cricket (@TheRealPCB) November 4, 2024
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ১০ ওভারে ৩৩ রান দিয়ে সর্বোচ্চ ৩টি মেডেন ও ৩ উইকেট নেন। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা নেন ২-২ উইকেট। যেখানে শন অ্যাবট ও মারনাস লাবুসচেন পেয়েছেন ১-১ উইকেট। বর্তমানে ৫০ ওভারে অস্ট্রেলিয়ার লক্ষ্য ২০৪ রান। যা অর্জন করে তিনি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে চান।