Mitchell Starc's pink-ball love affair hurts India on Day 1. (Photo Credits; X)

পারথে স্মরণীয় জয়ের পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাসে তুঙ্গে থেকেই নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু ডন ব্র্যাডম্যানের অ্যাডিলেডে প্রথম দিনটা একবারে খারাপ হল রোহিত শর্মা-দের। প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে অল আউট হওয়ার পর, বল হাতেও তেমন কিছুই সফলতা পেলেন না ভারতীয় বোলাররা। সজীব পিচে ৩৩ ওভার বল করে ভারতীয় বোলাররা পেলেন মাত্র ১টি উইকেট। সেখানে এদিন ৩৩ ওভারের মধ্যে টিম ইন্ডিয়ার ৬জন স্পেশালিস্ট ব্যাটারই আউট হয়ে গিয়েছিলেন। রোহিত শর্মা, বিরাট কোহলিরা মাত্র ৪৪.১ ওভারে অল আউট হন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোর ১ উইকেটে ৮৬ রান। অজিরা এখন ৯৪ রানে পিছিয়ে, হাতে ৯ উইকেট। অপরাজিত অবস্থায় মাঠ ছাড়েন নাথান ম্যাকসুইনে (৩৮) ও মার্নাস লাবুশানে (২০)। উসমান খোয়াজা (১৩)-কে আউট করেন বুমরা। মহম্মদ সিরাজ, হর্ষিত রানারা ১৮ ওভার বল করেও কোনও সফলতা পাননি।

অজি তারকা পেসার মিচেল স্টার্কের (৪৮ রানে ৬ উইকেট) আগুনে ঝলসে যান রোহিত, বিরাটরা। স্টার্কের পাশাপাশি দারুণ বল করেন কামিন্স (২/৪১) ও স্কট বোল্যান্ড (২/৫৪)। কাল, শনিবার টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে বুমরা-রা বল হাতে অপ্রতিরোধ্য কিছু করে না দেখাতে পারলে রোহিত শর্মাদের জন্য যে খারাপ কিছু অপেক্ষা করে আছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন, ১ উইকেটে ৬৯ থেকে মাত্র ১০৯ রানের মধ্যে টিম ইন্ডিয়ার সব স্পেশালিস্ট ব্যাটাররা আউট হয়ে গিয়েছিলেন। এই ৪০ রানের মধ্যে আউট হন কেএল রাহুল (৩৭), বিরাট কোহলি (৭), শুবমন গিল (৩১), রোহিত শর্মা (৩) ও ঋষভ পন্থ (২১)। শেষের দিকে নীতীশ কুমার রেড্ডি (৪২) ও রবিচন্দ্রন অশ্বিন (২২) ভাল না খেললে টিম ইন্ডিয়ার লজ্জা আরও বাড়ত। তারকাদের ভরাডুবির মাঝে আরও একবার নীতীশ বোঝালেন হার্দিক পান্ডিয়ার পর টিম ইন্ডিয়ার কোয়ালিটি অলরাউন্ডার হয়ে ওঠার ক্ষমতা তাঁর আছে। নীতীশই এদিন টিম ইন্ডিয়ার সর্বোচ্চ রান করেন। পার্থে প্রথম ইনিংসে ৪১ ও দ্বিতীয়ে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন হায়দরাবাদের ২১ বছরের ব্যাটার-অলরাউন্ডার। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে খেলতে নেমে অশ্বিনও ভালই খেলছিলেন।

দেখুন প্রথম দিনের স্কোরবোর্ড

পার্থের মতই অ্যাডিলেডে শূন্য রানে আউট হন ভারতের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। পার্থের প্রথম ইনিংসে তবু ৮টা বল খেলছিলেন যশস্বী, কিন্তু এদিন খেলার প্রথম বলেই স্টার্কের বলে এলবি হয়ে যান। অস্ট্রেলিয়ায় যশস্বীর তিনটি ইনিংসের রান করেন- ০, ১৬১, ০। যশস্বীর পাশাপাশি স্টার্ক আউট করেন রাহুল, কোহলি, নীতীশ, অশ্বিন, হর্ষিত রানাকে। একটা সময় স্টার্কের চেয়েও বেশী ঘাতক দেখানো স্কট বোল্যান্ড আউট করেন গিল ও রোহিত শর্মা-কে। অধিনায়ক কামিন্সের বলে ফিরে যান পন্থ ও বুমরা।