AUS vs IND 3rd Test Toss Update: আজ, শনিবার (১৪ ডিসেম্বর) থেকে ব্রিসবেনের ঐতিহ্যবাহী গাব্বায় পাঁচ ম্যাচের বর্ডার গাভাস্কর ট্রফির (AUS বনাম IND) তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। পার্থে সিরিজের প্রথম ম্যাচে ভারত প্রথম ধাক্কা দেওয়ার পরে অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টে অস্ট্রেলিয়া ফিরে আসার সাথে সাথে সিরিজটি ১-১ সমতায় রয়েছে। ২০২১ সালের পর ভারত ফের ফিরেছে তাদের ঐতিহাসিক জয়ের দৃশ্যপট গাব্বায়। সেবার ৩৩ বছরের মধ্যে ব্রিসবেনে প্রথম সফরকারী দল হিসেবে টেস্ট জয়ের কীর্তি গড়ে এশিয়ান জায়ান্টরা। ১৯৪৭ সালে গাব্বায় প্রথম ম্যাচের পর থেকে ভারত সাতটি টেস্ট খেলেছে। সফরকারীরা একটিতে জিতেছে, একটিতে ড্র করেছে এবং পাঁচটিতে হেরেছে। গাব্বা অস্ট্রেলিয়ার অন্যতম সফল টেস্ট ভেন্যু। ১৯৮৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ভেন্যুতে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। তবে ভারতের কাছে হারের পর ২০২৪ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোলাপি বলের টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। আজ আর অশ্বিন ও হর্ষিত রানার জায়গায় রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপ খেলবেন। AUS vs IND 3rd Test Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টেস্ট, সরাসরি দেখবেন যেখানে
টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের
অস্ট্রেলিয়ার একাদশঃ উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
ভারতের একাদশঃ যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।