Australia National Cricket Team vs India National Cricket Team, Winning Prediction: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ (T20I Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২ নভেম্বর মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া (AUS বনাম IND)। হোবার্টের বেলেরিভ ওভালে (Bellerive Oval, Hobart) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজে ১-০ লিডে রয়েছে। অস্ট্রেলিয়া মেলবোর্নে দ্বিতীয় টি২০ ম্যাচে চার উইকেটে জয় পায়। যেখানে জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। দিয়েছেন। অন্যদিকে, আগের খেলায় ভারতের হয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) ছাড়া অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ভারত আজ শক্তিশালীভাবে ফিরে আসতে চাইবে, বড় স্কোর করার এবং সিরিজ সমান করার। AUS vs IND 3rd T20I Dream11 Prediction: ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টি২০ ম্যাচ
Sunday’s set for another Super Showdown! 🔥
Men in Blue are all set to bring the heat & hustle in Hobart 👊💙#PlayBold #ನಮ್ಮRCB #AUSvIND pic.twitter.com/vaUHayWwIa
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 2, 2025
অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টি২০ ম্যাচের হেড টু হেডঃ
টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া বনাম ভারত। এই ৩৪টি ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ১২ বার এবং ভারত জিতেছে ১০ বার, এছাড়া ২টি ম্যাচ বাতিল হয়।
অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
হোবার্টের উইকেট শুরুতে পেসারদের জন্য ভালো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি ফ্ল্যাট হয়ে যায়। সময়ের সাথে ব্যাট করা সহজ হয়ে যায়, এবং চেজিং দলগুলো এখানে ভালো পারফর্ম করেছ। এই মাঠে স্কোয়ার বাউন্ডারি ছোট তবে স্ট্রেট বাউন্ডারি এখানে বিশাল। যে দল টসে জিতবে তারা প্রথমে বল করতে চাইবে কারণ এই ভেন্যুতে আবহাওয়া আজ ঠিক থাকবে না। তাই প্রথমে বোলিং করা দলগুলো গুরুত্বপূর্ণ সুবিধা পেয়েছে।
অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস:১৮০-২০৫ রান
দ্বিতীয় ইনিংস:১৯০-২১০ রান
অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টি২০ ম্যাচে আমাদের Winning Prediction
অস্ট্রেলিয়া এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। অস্ট্রেলিয়া ঘরের মাঠে এমনিতেই ভালো খেলে, এছাড়া তাদের দলে কিছু ভালো তারকা আছে যারা ব্যাটে এবং বলে সহজেই ভারতকে কাবু করে ফেলতে পারবে। অন্যদিকে, ভারতে রয়েছে অভিষেক শর্মা এবং সুর্যকুমার যাদবের মতো তারকারা যারা টি২০ ক্রিকেটে বরাবরই ভালো করে। হোবার্টের পিচে ভারতের হারের মুখ থেকেও জয় বের করে আনা কোন আশ্চর্য নয়। আজকের আবহাওয়ার কথা মাথায় রেখে যে দল টস জিতবে তাদের জয়ের সম্ভাবনা বাড়বে।
Google বলছে, আজ অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা-৪৯% এবং ভারতের জেতার সম্ভাবনা-৫১%