AUS vs IND 1st Test Day 3 Live Score: পার্থে বর্ডার গাভাস্কর ট্রফির (AUS বনাম IND) লাঞ্চ ব্রেকের পর যশস্বী জয়সওয়াল তাঁর ১৫০ রান করেন এবং মাঝখানে বিরাট কোহলির সঙ্গী হন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চে ১ উইকেটে ২৭৫ রান করে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি হিসেবে অপরাজিত ১৪১ রানের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। তাঁকে মিচেল মার্শ ১৬১ রানে আউট করেন। তিন নম্বরে আসা দেবদত্ত পাডিক্কল ২৫ রানে জশ হ্যাজেলউডের বলে আউট হয়ে ফিরে যান। এরপর লায়নের বলে স্টাম্প হয়ে পন্থ ১ রানে এবং মাত্র ১ রানেই ধ্রুব জুরেল প্যাট কামিন্সের বলে ফিরে যান। ক্রিজে থাকা বিরাট কোহলি আগের ইনিংসে ৫ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে সাবলীলভাবে খেলছেন, শেষ সেশনে তাঁর সঙ্গী ওয়াশিংটন সুন্দর যিনি নিজেও ১৪ রানে খেলছেন। দ্বিতীয় সেশনের শেষে ভারতের স্কোর-৩৫৯/৫। AUS vs IND 1st Test Day 3 Live Score: শক্ত অবস্থানে ভারত, যশস্বী জয়সওয়ালের শতকে পার্থে লিড ৩০০ পার
অস্ট্রেলিয়া বনাম ভারত প্রথম টেস্টের তৃতীয় দিনের স্কোরকার্ড
It's Tea time on Day 3 in Perth! #TeamIndia move to 359/5 in the 2nd innings, lead by 405 runs 👌👌
Stay tuned for the final session of the day!
Scorecard - https://t.co/gTqS3UPruo#AUSvIND pic.twitter.com/K9GoOGlCWJ
— BCCI (@BCCI) November 24, 2024
ভারত এগিয়ে রয়েছে ৪০৫ রানে। যেহেতু আজ ম্যাচের তৃতীয় দিন এবং ভারত চাইবে এই ম্যাচটি জিতে আত্মবিশ্বাস নিয়ে পিঙ্ক বল টেস্ট খেলার তাই এখন শুধু ডিক্লেয়ারের অপেক্ষায় থাকবে অস্ট্রেলিয়া। তবে জসপ্রীত বুমরাহ কখন এই সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই তাহলে ভারতকে এই সিরিজ ৪-১ ব্যবধানে জিততে হবে। পার্থে ভারত কোনোদিনও জিততে না পারলেও এবার জিতে ইতিহাস গড়ার দিকে নজর রাখবে। আজ দিনের শুরুতে মিচেল স্টার্ক ৭৭ রানে কেএল রাহুলকে আউট করেন। গতকালের টানা দুই উইকেটহীন সেশনের পর আজ সকালের সেশনে একটি এবং দ্বিতীয় সেশনে ৪টি উইকেট নিতে সক্ষম হয়েছে অজি বোলাররা।