AUS vs IND Series 2025 (Photo Credit: SEN Cricket/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৯ অক্টোবর মুখোমুখি হবে AUS বনাম IND। পার্থের পার্থ স্টেডিয়ামে (Perth Stadium, Perth) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে রয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। অন্যদিকে, ভারতের অধিনায়কের দায়িত্বে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। অস্ট্রেলিয়াতে এখনও সেভাবে গরম পড়েনি। রবিবারে বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে। পিচ রিপোর্ট বলছে, মাঠে ঘাস রয়েছে যা পেসারদের বাড়তি সুবিধা দেবে। সেই সব কথা মাথায় রেখে আজ টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক করলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), এছাড়া অজি দলে অভিষেক করেছেন ম্যাট রেনশ (Matt Renshaw) এবং মিচেল ওয়েন (Mitch Owen)।AUS vs IND 1st ODI Live Streaming: অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম ওয়ানডে ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে

অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম ওয়ানডে ম্যাচের টস আপডেট

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জস ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাট রেনশ, কুপার কনোলি, মিচেল ওয়েন, মিচেল স্টার্ক, নাথান এলিস, ম্যাথু কুনহেমান, জশ হ্যাজেলউড।

ভারতের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।