Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১৯ অক্টোবর পার্থের পার্থ স্টেডিয়ামে (Perth Stadium, Perth) মুখোমুখি হয় AUS বনাম IND। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ ৫০ ওভার থেকে কমিয়ে ২৬ ওভার করা হয়। ভারতীয় ব্যাটিং লাইনআপ অজি পেসের সামনে টিকতে পারেনি। শুরুতেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) যথাক্রমে ৮ এবং ০ রানে আউট হন। এরপর নতুন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ১০ রানে ফেরত যান। বারবার বৃষ্টির কারণে মনোযোগ নষ্ট হয় এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ১১ রানে ফিরে যান। এরপর অক্ষর প্যাটেলের (Axar Patel) কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে জুটি বাঁধেন। AUS vs IND 1st ODI Live Scorecard: পার্থে শুরুতেই আউট রোহিত শর্মা, বিরাট কোহলি; বৃষ্টিতে বারবার বন্ধ খেলা
অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম ওয়ানডে স্কোরকার্ড
An innings marred with rain delays ends with a flurry of boundaries from Team India!⚡
Australia's DLS adjusted target is 131 in 26 overs.👀#AUSvIND 👉 1st ODI | LIVE NOW 👉 https://t.co/FkZ5L4CrRl pic.twitter.com/wM6OEhKx1U
— Star Sports (@StarSportsIndia) October 19, 2025
এই জুটি ভারতের স্কোর ৪৫/৪ থেকে ৮৪/৫-এ নিয়ে যান। এরপর তারা আউট হলে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১০ রানে আউট হলে নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ১১ বলে ১৯ রানে অপরাজিত থেকে দলের স্কোর ১৩৬/৯-এ নিয়ে যান। অজিদের হয়ে জশ হ্যাজেলউড (Josh Hazlewood), মিচেল ওয়েন (Mitchell Owen) এবং ম্যাথু কুনহেমান (Matthew Kuhnemann) ২টি করে উইকেট নেন। এছাড়া মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং নাথান এলিস (Nathan Ellis) ১টি করে উইকেট নেন। এখন ডিএলএস মেথডে অস্ট্রেলিয়ার সামনে ১৩১ রানে টার্গেট রয়েছে।