AUS vs AFG Toss (Photo Credit: ICC/ X)

AUS vs AFG, Champions Trophy 2025 Toss Update: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ১০ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হয়েছে। পিচ রিপোর্ট বলছে, গতকাল অনেক বৃষ্টি হলেও আজ আউটফিল্ড ভালো। আজ সর্বোচ্চ ১৯ ডিগ্রী তাই কন্ডিশন বেশ মনোরম। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা ২৫ শতাংশ এবং স্টেডিয়াম জুড়ে চমৎকার হাওয়া বইছে। পিচ দেখে মনে হচ্ছে এখানে আবার ৩০০ রান হতে চলেছে হয়েছে। সেই কারণে টসে জিতে আজ তাই প্রথমে ব্যাট করে বিশাল স্কোর করতে চাইছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী আফগান দলে কোন পরিবর্তন হয়নি। অন্যদিকে, অস্ট্রেলিয়াও ইংল্যান্ডের বিপক্ষে নামানো একাদশ নিয়েই আজ মাঠে নামবে। AUS vs AFG, Champions Trophy 2025 Live Streaming in India and Bangladesh: অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫; সরাসরি দেখুন ভারতে এবং বাংলাদেশে

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টস আপডেট

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেনঃ ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।

আফগানিস্তানের প্লেয়িং ইলেভেনঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, গুলবাদিন নাইব, রাশিদ খান, নূর আহমেদ, ফজলাক ফারুকি।