Australia U19 National Cricket Team vs India U19 National Cricket Team, Live Streaming: অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল বনাম ভারত অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল, যুব ওয়ানডে ২০২৫ (Youth ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে AUS19 বনাম INDU19। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval, Brisbane) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আয়ুষ মহাত্রের (Ayush Mhatre) নেতৃত্বে প্রথম খেলায় ভারত সহজেই জয় তুলে নেয়। যেখানে তরুণ প্রতিভা উইকেটকিপার অভিজ্ঞান কুন্ডু (Abhigyan Kundu) এবং বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) তাদের অপরাজিত অর্ধশতকের সাহায্যে ভারতকে সাত উইকেটের জয় এনে দেন। এর আগে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৯ উইকেটের বিনিময়ে ২২৫ রান করে। জবাবে ভারত ১১৭ বল বাকি থাকতেই জয় অর্জন করে, যেখানে কুন্ডু এবং ত্রিবেদী যথাক্রমে ৮৭ এবং ৬১ রানে অপরাজিত থাকেন। AUS U19 vs IND U19, Kishan Kumar Wicket Video: ব্রিসবেনে ম্যাচের প্রথম বলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট ভারতের অনূর্ধ্ব-১৯ তারকা কিষাণ কুমারের, দেখুন ভিডিও
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯
Vaibhav Suryavanshi's first game in Australia was seriously entertaining 👏
Highlights: https://t.co/hfQabdpRwD pic.twitter.com/TdGijK0ZpG
— cricket.com.au (@cricketcomau) September 22, 2025
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ অ্যালেক্স টার্নার, সাইমন বাজ (উইকেটরক্ষক), স্টিভেন হোগান, উইল মালাজচুক (অধিনায়ক), যশ দেশমুখ, টম হোগান, আরিয়ান শর্মা, জন জেমস, হেইডেন শিলার, বেন গর্ডন, চার্লস ল্যাচমুন্ড, উইল বায়রম, কেসি বার্টন, জেডেন ড্রেপার, অ্যালেক্স লি ইয়াং।
ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াডঃ বৈভব সূর্যবংশী, আয়ুষ ম্হাত্রে (অধিনায়ক) বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক) রাহুল কুমার, আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, কিষাণ কুমার, খিলান প্যাটেল, উদ্ধব মোহন, দীপেশ দেবেন্দ্রন, অনমোলজিৎ সিং, হারবংশ পাঙ্গালিয়া।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ?
২৪ সেপ্টেম্বর ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval, Brisbane) আয়োজিত হবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ?
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ সকাল ৯ঃ৩০টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ?
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বনাম ভারত অনূর্ধ্ব-১৯, দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে জিওহটস্টার অ্যাপে (JioHotstar)।