AUS PM XI vs IND Live Streaming: অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্য ভারত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের পিঙ্ক বলের প্র্যাকটিস ম্যাচ খেলবে। চলতি সপ্তাহের শুরুতে পার্থে সিরিজের প্রথম ম্যাচে আয়োজকদের ২৯৫ রানে হারানোর পর পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। অ্যাডিলেডে পিঙ্ক বলের ম্যাচের আগে মানুকা ওভালে আলোর নীচে দু'দিনের প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের মুখোমুখি হবে ভারত। অস্ট্রেলিয়া কখনও পিঙ্ক বলের টেস্ট হারেনি এবং ২০২০-২১ সফরে অ্যাডিলেড ওভালে এইরকম ম্যাচেই ভারতকে পরাজিত করে। সেই টেস্টেই ভারতকে ৩৬ রানে অলআউট করে অজিরা যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল। ভারত সিরিজ জিতলেও অ্যাডিলেডে সেই হতাশাজনক ভরাডুবির স্মৃতি এখনও মন থেকে মুছে যায়নি। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে সিরিজের প্রথম ম্যাচ মিস করায় এখন নিজেকে প্রস্তুত করতে চাইবেন ভারতের অধিনায়ক রোহিত। AUS vs IND 2nd Test: পিঙ্ক বল টেস্টে অজি দলে বিউ ওয়েবস্টার, মার্শের পরিবর্তে খেলতে পারেন কে এই নতুন তারকা?
প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত
📍 Canberra
Snippets from #TeamIndia's visit to the Parliament house ahead of the two-day pink ball match against PM XI 👌👌
The Indian Cricket Team was hosted by the Honourable Anthony Albanese MP, Prime Minister of Australia.#AUSvIND pic.twitter.com/cnwMSrDtWx
— BCCI (@BCCI) November 29, 2024
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর একাদশঃ জ্যাক এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাট রেনশ, জ্যাক ক্লেটন, অলিভার ডেভিস, জেডেন গুডউইন, স্যাম হার্পার (উইকেটরক্ষক), চার্লি অ্যান্ডারসন, স্যাম কনস্টাস, স্কট বোল্যান্ড, লয়েড পোপ, হ্যানো জ্যাকবস, মাহলি বিয়ারডম্যান, আইডান ও কনর, জেম রায়ান।
ভারতীয় দলঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, হর্ষিত রানা, সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণ, দেবদত্ত পাডিক্কল।
কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত, প্রস্তুতি ম্যাচ?
৩০ নভেম্বর ক্যানবেরার মানুকা ওভালে (Manuka Oval, Canberra) প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত।
কখন থেকে শুরু হবে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত, প্রস্তুতি ম্যাচ?
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত, প্রস্তুতি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯টা বেজে ১০ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত, প্রস্তুতি ম্যাচ?
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত, প্রস্তুতি ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত, প্রস্তুতি ম্যাচ?
অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বনাম ভারত, প্রস্তুতি ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টারে (Disney+ Hotstar)।