Asia Cup 2025:এশিয়া কাপ ২০২৫ শুরু হতে আর বেশী দিন নেয়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই মহাদেশীয় টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে আয়জিত এই টুর্নামেন্ট ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই ইভেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। এই বছরের সংস্করণটি টি২০ ফরম্যাটে খেলা হবে, যেখানে সব দলগুলি আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতের ও শ্রীলঙ্কায় আয়োজিত টি২০ বিশ্বকাপের জন্য তাদের তৈরি করতে চাইবে। টুর্নামেন্ট ৯ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান এবং হংকংয়ের মধ্যে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে। এইবার ৮টি দল অংশ নেবে এবং মোট ১৯টি ম্যাচ খেলা হবে। আটটি দলকে দুই গ্রুপে চারটি করে বিভক্ত করা হবে। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে অগ্রসর হবে। প্রতিটি দল সুপার ফোর পর্বে অন্য তিনটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে, এবং শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। Hardik Pandya New Hairstyle: এশিয়া কাপের আগে 'ব্লন্ড হেয়ার' লুকে হার্দিক পান্ডিয়া, দেখুন ভাইরাল ছবি
এশিয়া কাপ ২০২৫-এর সম্পূর্ণ সূচি
🚨 THE COMPLETE SCHEDULE OF ASIA CUP 2025 🚨 pic.twitter.com/8bktQ7SfAz
— Tanuj (@ImTanujSingh) July 26, 2025
এশিয়া কাপ ২০২৫-এর সব দেশের স্কোয়াড
ভারতঃ সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং।
পাকিস্তানঃ আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সলমন মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম।
আফগানিস্তানঃ রাশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুল, সেদিকুল্লাহ অটল, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরফ, মোহাম্মদ ইসহাক, মুজীব উর রহমান, আল্লাহ গজনফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নবীন-উল-হক, ফজলহক ফারুকি।
বাংলাদেশঃ লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শাক মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজ রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।
হংকংঃ ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলী, নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েৎজি, অংশুমান রথ, কালহান মার্ক চল্লু, আয়ুষ আশিস শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গজনফর মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ, আনাস খান, এহসান খান।
ওমানঃ জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কালিম, মহম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিষ্ট, করণ সোনাওয়ালে, জিক্রিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মহম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।
শ্রীলঙ্কাঃ চরিথ আসালঙ্কা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা, কামিন্ডু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুওয়ানিডু ফার্নান্দো, ডুনিথ ওয়েলালেজ, চামিকা করুণারত্নে, মহেশ থিক্ষানা, মাথিশা পাথিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো।
সংযুক্ত আরব আমিরাতঃ মহম্মদ ওয়াসিম (অধিনায়ক),আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি'সুজা, হায়দার আলী, হর্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মতিউল্লাহ খান, মহম্মদ ফারুক, মহম্মদ জাওয়াদুল্লাহ, মহম্মদ জোয়াইব, রাহুল চোপড়া, রোহিত খান, সিমরজিৎ সিং, সাগির খান।
এশিয়া কাপ ২০২৫-এর সরাসরি সম্প্রচার
ভারতে এশিয়া কাপ ২০২৫ এর অফিসিয়াল সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) হবে। টিভিতে ম্যাচ সোনি স্পোর্টস চ্যানেল দেখা যাবে। একইসঙ্গে মোবাইল বা ল্যাপটপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLIV অ্যাপে। এই অ্যাপ যদি না থাকে তাহলে ডাউনলোড করে ৩৯৯ টাকার প্রিমিয়াম মাসিক প্যাকের রিচার্জ করতে হবে। এছাড়া ৬৯৯ টাকায় শুধু মোবাইলের জন্য বার্ষিক প্যাকের সাবস্ক্রিপশন নিতে পারেন। এর পাশাপাশি ১৪৯৯ টাকার বার্ষিক প্রিমিয়াম প্যাকও নিতে পারেন। ফ্রিতে দেখতে হলে JioFiber বা বেশ কিছু টেলিকম কোম্পানির WiFi রিচার্জ প্ল্যানের সাথে SonyLIV-এর ফ্রি সাবস্ক্রিপশন পেতে পারেন। ফোনের রিচার্জ প্ল্যানেও এই সুবিধা দেওয়া হয়।
এই সব ম্যাচ আয়োজিত হবে ভারতীয় সময় রাত ৮টায়।