আজ ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার এই আসরটি ৫০ ওভারের ফরম্যাটে হবে। মোট ছ'টি দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশ অংশ নেবে। আজ, আয়োজক পাকিস্তান ও নেপালের মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। পাকিস্তান বনাম নেপাল ম্যাচের আগে মুলতানের ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৩০ আগস্ট, প্রথম ম্যাচ শুরুর ঠিক আগে, যদিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধনী অনুষ্ঠানের সময় ঘোষণা করেনি, তবে প্রথম ম্যাচের অন্তত ৯০ মিনিট আগে এটি শুরু হতে পারে।
Witness the Super 11 Asia Cup 2023 curtain-raiser live on 30 August at the Multan Cricket Stadium 🏟️
Enjoy live fireworks and performances by Aima Baig and Nepal's Trishala Gurung, followed by the opening match between Pakistan and Nepal 🎆✨#AsiaCup2023 pic.twitter.com/NtWbLfoSu1— Pakistan Cricket (@TheRealPCB) August 29, 2023
কোথায় আয়োজিত হবে এশিয়া কাপ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান?
পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়াম আয়োজিত হবে এশিয়া কাপ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে। মুলতান ক্রিকেট স্টেডিয়াম ৩৫,০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন।
কারা কারা উপস্থিত থাকবে এশিয়া কাপ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান?
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এ আর রহমান, আতিফ আসলামের মতো খ্যাতিমান শিল্পীরা। তবে এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট থেকে কোনো ঘোষণা করা হয়নি। এছাড়াও থাকবে এশিয়ার ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যানুষ্ঠান। তাঁদের পাশাপাশি উদ্বোধনী ম্যাচের আগে পারফর্ম করবেন আইমা বেগ, ত্রিশলা গুরুংরা।
কোথায় দেখতে পাবেন এশিয়া কাপ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান?
ভারতের ভক্তরা হটস্টার অ্যাপে পেইড সাবস্ক্রিপশন ছাড়াই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন। অন্যদিকে, প্রতিযোগিতার আনুষ্ঠানিক সম্প্রচারের দায়িত্বে রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।