ফের করোনা (Covid-19) সংক্রমণ আইপিএল-র (IPL 2022) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলে। এই শিবিরের আরও এক বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে দলের সকলের র্যাপিড টেস্ট করা হয়। তাতেই টিম সেইফার্টের পরীক্ষার ফল পজিটিভ আসে। তাঁর নমুনা আরটি-পিসিআর টেস্টের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে দিল্লির দু’জন বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।
আজই পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে দিল্লির ম্য়াচ রয়েছে। এই ম্যাচটি প্রাথমিকভাবে পুনেতে হওয়ার কথা ছিল। অলরাউন্ডার মিচেল মার্শ-সহ দিল্লি ক্যাপিটালস শিবিরের পাঁচজন সদস্য করোনা আক্রান্ত হওয়াতে ম্যাচটি ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মার্শকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আরও পড়ুন: Wimbledon 2022: পুতিনের দেশের খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা উইম্বলডনে, কপাল পুড়ল মেদভেদের
ANI-র টুইট:
An overseas player in the IPL team Delhi Capitals has been found positive in rapid testing. His RT-PCR awaited report is awaited.
— ANI (@ANI) April 20, 2022
দিল্লি টিমের পরিস্থিতি বিচার পরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের আজকের ম্যাচ ঘিরে সংশয় তৈরি হয়েছে। আয়োজকরা আপাতত ম্যাচটি অন্য দিন খেলানোর বিকল্প খোলা রাখছে বলে জানা গিয়েছে।