New Zealand National Cricket Team vs England National Cricket Team, Live Streaming: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ১ নভেম্বর মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (NZ বনাম ENG)। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে (Sky Stadium, Wellington) আয়োজিত হয় এই ম্যাচ। ব্লেয়ার টিকনারের (Blair Tickner) মারাত্মক বোলিং এবং শেষের দিকের গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ড শেষ ওয়ানডে ম্যাচেও ইংল্যান্ডকে হারিয়েছে। ২ উইকেটের এই জয়ের সঙ্গে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড টস হেরে প্রথমে ব্যাটিং করে ২২২ স্কোর করে। এর জবাবে নিউজিল্যান্ড ৩২ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান করে ম্যাচটি নিজেদের নামে করে নেয়। NZ vs ENG 2nd ODI Scorecard: ওয়ানডেতে ফিরেই ঘাতক বোলিং! ব্লেয়ার টিকনারের সুবাদে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ানডে ম্যাচ
Ticks and Foulkesy get us home! Another win and a 3-0 series victory over England 🥳
See the full scorecard here - https://t.co/kglS8ydJ1S#NZvENG
📸 @PhotosportNZ pic.twitter.com/XeKIjBCSLp
— BLACKCAPS (@BLACKCAPS) November 1, 2025
এই জয়ের সঙ্গে পুরো ৪২ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। শেষবার ব্ল্যাকক্যাপসরা এই কীর্তি অর্জন করেছিল ১৯৮৩ সালে। সেই সময় জিওফ হাওয়ার্থ (Geoff Howarth)-এর অধিনায়কত্বে আসে এই জয়। এই দশকে মিচেল স্যান্টনার (Mitchell Santner) প্রথম অধিনায়ক হিসাবে নিউজিল্যান্ডকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জয়ে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে, হ্যারি ব্রুক (Harry Brook) সেই অনাকাঙ্ক্ষিত তালিকায় যুক্ত হলেন, যিনি প্রথম ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এমন দুর্ভাগ্য ভোগ করলেন বব উইলিসের (Bob Willis) পর। এই সিরিজে নিউজিল্যান্ড সব তিনটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাউন্ট মাউঙ্গানুইয়ে জয় পায় চার উইকেটের ব্যবধানে। এরপর হ্যামিল্টনে পাঁচ উইকেটের জয়ের সাথে এসেছে আজকের এই জয়ে। যদিও ওয়েলিংটনের আজকের ম্যাচ বেশ রোমাঞ্চকর ছিল কিন্তু শেষ মুহূর্তে হারের মুখ থেকে জয় তুলে নেয় কিউইরা।
৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
New Zealand whitewash England 3-0 in an ODI series for only the second time in their history after doing it first in 1983 🙌 pic.twitter.com/DqIZjqh1CS
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 1, 2025