India Women National Cricket Team vs South Africa Women National Cricket Team, 5th ODI Scorecard: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ (ODI Tri Series 2025)-এর পঞ্চম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ৭ মে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) আয়োজিত হয় এই ম্যাচ। টসে জিতে এই ম্যাচে প্রথমে বল করতে নেওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ার মহিলা দল ৭ উইকেটে ৩১৪ রানে আটকে যায়। ভারতের হয়ে অমনজ্যোত কৌর (Amanjot Kaur) ৩ উইকেট নেন এবং ২টি উইকেট নেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। এছাড়া ১টি করে উইকেট নেন প্রতীকা রাওয়াল (Pratika Rawal) এবং শ্রী চরণী (Shree Charani)। IND W vs SA W, ODI Tri Series Live Scorecard: জেমিমা রদ্রিগেজের সেঞ্চুরি, দীপ্তি শর্মার ৯৩ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের স্কোর-৩৩৭/৯
ভারত মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, পঞ্চম ওয়ানডে স্কোরকার্ড
Into the Final 🙌🙌
A brilliant comeback and a fine 23-run victory over South Africa 👌👌
Scorecard ▶️ https://t.co/XtSEt3jB7L#WomensTriNationSeries2025 | #INDvSA pic.twitter.com/nZqJJuoziB
— BCCI Women (@BCCIWomen) May 7, 2025
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরি করেছেন। এটি তাঁর ওয়ানডে কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। জেমিমা ১০১ বলে ১২৩ রান করেন ১৫টি চার একটি ছক্কার সাহায্যে। জেমিমার যখন ব্যাট করতে নামেন তখন ভারতীয় দলের ৩ ব্যাটসম্যান মাত্র ৫০ রানে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে গেছেন। জেমিমার সঙ্গ দেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। দীপ্তিও বিস্ফোরক ব্যাটিং করে ৮৪ বলে ৯৩ রান করে আউট হয়ে ফিরে যান। এর আগে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) হাফ সেঞ্চুরি করেন। আজ জেমিমার অসামান্য ব্যাটিংয়ের জন্য তাঁকে ম্যাচ সেরার পুরষ্কার দেওয়া হয়েছে। এখন রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল খেলবে ভারত।