Dunith Wellalage (Photo Credit: @nibraz88cricket/ X)

Dunith Wellalage's Father Passed Away: শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েলেলাগের (Dunith Wellalage) বাবা সুরাঙ্গা ওয়েলেলাগে (Suranga Wellalage) গতকাল, ১৮ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে মারা গেছেন। সেই সময় দুনিথ এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এ আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার গ্রুপ-পর্বের ম্যাচ খেলতে আবুধাবির মাঠে। খেলা শেষে তাকে তার বাবার মৃত্যুর খবর জানানো হয়। প্রাক্তন ক্রিকেটার এবং কমেন্টার রাসেল আর্নল্ড (Russell Arnold) লাইভ টিভিতে এই খবরটি নিশ্চিত করেন, তবে এই খবর শ্রীলঙ্কার শেষ গ্রুপ-পর্বের ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করার পরই জানানো হয়। শ্রীলঙ্কার স্থানীয় মিডিয়া জানায় যে, সন্ধ্যা সময় ১৭০ রানের টার্গেট চেসের পর দুনিথকে মৃত্যুর সংবাদ জানানো হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দলের ম্যানেজার এবং কোচ দুনিথকে সান্ত্বনা দিচ্ছেন এবং দুঃসংবাদ দিচ্ছেন। Mohammad Nabi Sixes Video: এক ওভারে ৫ ছক্কা! দেখুন এশিয়া কাপে মহম্মদ নবীর বিস্ফোরক ব্যাটিংয়ের ভিডিও

এশিয়া কাপ ম্যাচ শেষে বাবার মৃত্যুর খবর পেলেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েলেলাগে

আর্নল্ড লাইভ টিভিতে বলেন যে সুরাঙ্গা ওয়েল্লালাগে একজন ভালো ক্রিকেটার ছিলেন, তিনি শ্রীলঙ্কার অন্যতম সেরা স্কুলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। প্রাক্তন অলরাউন্ডার আরও বলেন, যখন আর্নল্ড নিজেই সেন্ট পিটার্স কলেজের অধিনায়ক ছিলেন তখন সুরাঙ্গা প্রিন্স অফ ওয়েলস কলেজের অধিনায়ক ছিলেন। তিনি মাত্র ৫৪ বছর বয়সে মারা গেছেন। শ্রীলঙ্কা বিশেষ করে দুনিথের জন্য এটি একটি গভীর আবেগময় মুহূর্ত। যখন তারা সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে তখন এই খবর আসা। এই খবর পাওয়ার পর ক্রিকেট জগতের অনেক তারকাই শোক প্রকাশ করেছেন, এর মধ্যে মহম্মদ নবী (Mohammad Nabi), লিটন দাস (Litton Das), লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) উল্লেখযোগ্য।

দুনিথ ওয়েলেলাগের বাবার মৃত্যুতে মহম্মদ নবীর পোস্ট

দুনিথ ওয়েলেলাগের বাবার মৃত্যুতে লিটন দাসের পোস্ট

দুনিথ ওয়েলেলাগের বাবার মৃত্যুতে লাসিথ মালিঙ্গার পোস্ট