England National Cricket Team vs India National Cricket Team: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর চতুর্থ টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামী ২৩ জুলাই মুখোমুখি হবে ENG বনাম IND। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হয়েছে এই ম্যাচ। টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় ঘুরে দাঁড়াতে ভারত প্রস্তুতি শুরু করেছে পুরোদমে। পিটিআইয়ের নতুন রিপোর্ট বলছে, পেসার অংশুল কাম্বোজকে (Anshul Kamboj) ইংল্যান্ডে ভারতের দলে যোগ করা হয়েছে আকাশ দীপ (Akash Deep) এবং অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) কভার হিসেবে। একদিকে আকাশ দীপ কুঁচকির চোটে ভুগছেন অন্যদিকে, অর্শদীপ এখনও চলমান সিরিজে কোনও ম্যাচে অংশগ্রহণ করেও প্র্যাকটিসে হাতে চোট পেয়েছেন। এখন আকাশ দীপের খেলা সম্পর্কে এখনও স্পষ্টতা নেই। অর্শদীপেরও ম্যানচেস্টার টেস্টে খেলার সম্ভাবনা কম, তাই নির্বাচকরা কম্বোজকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। IND vs ENG 4th Test Update: ম্যানচেস্টার টেস্টে থাকছেন জসপ্রীত বুমরাহ, চোট পেয়েছেন অর্শদীপ সিং
ইংল্যান্ডের বিপক্ষে ভারতে স্কোয়াডে অংশুল কম্বোজ
NEWS: Anshul Kamboj gets a Test call-up before the 4th Test in Manchester #ENGvIND pic.twitter.com/skEPaYPxkg
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 20, 2025
লাল বলে এখনও অবধি কেমন খেলেছেন অংশুল কম্বোজ
২৪ বছর বয়সী কম্বোজ ভারত 'এ'-র জন্য ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি খেলায় তার দারুণ পারফরম্যান্সের পর স্কোয়াডে যোগ দেয়ার জন্য একদম যোগ্য পেসার। তিনি ইংল্যান্ডের মাটিতে নর্থাম্পটন এবং ক্যান্টারবেরিতে চার ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছেন। বল তিনি দারুণ ভাবে ব্যবহার করতে পেরেছেন এবং সেই দুই ম্যাচে ভালো বাউন্সও পেয়ে সবার নজর কেড়েছেন। হরিয়ানার এই পেসার ভালো সিম বোলার এবং তাকে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে বলে আগেই জল্পনা শুরু হয়েছে। তার কারণ মুকেশ কুমার ইতিমধ্যেই ৩০-এর কোটা পার করে ফেলেছেন তাই তার খেলার সম্ভাবনা অনেক কম, সেই কথা মাথায় রেখে ভারত এ সফরের পর তাকে দেশে পাটিয়ে দেওয়া হয়। এছাড়া দলে থাকা আরেক তারকা হর্ষিত রানা এখনও লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারেনি।