টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ২৯তম ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হয় আফগানিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রাশিদ খান। পাপুয়া নিউ গিনির দল লক্ষ্য দিয়েছিল ৯৬ রানের। জবাবে ১৫.১ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। রাশিদদের জয়ের সাথে নিউজিল্যান্ড দলের বিশ্বকাপ সফর শেষ হয়েছে। দ্বিতীয় দল হিসেবে 'সি' গ্রুপ থেকে সুপার-এইটে উঠেছে আফগানিস্তান। এই গ্রুপ থেকেই ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। একই সঙ্গে নিউজিল্যান্ডের প্রথমবার সুপার এইটের আগেই ফিরে যাবে দেশে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয় পাপুয়া নিউগিনির। অধিনায়ক আসাদ ভালা ৩ ও টনি উরা ১১ রান করেন। একই সঙ্গে খাতা খুলতে পারেননি লেগা সিয়াকা ও সেসে বাউ। ১ রান করে নবীন-উল-হকের শিকার হন হিরি হিরি। ENG vs OMAN, ICC T20 World Cup 2024: ওমানের বিপক্ষে মাত্র ৩.১ ওভারে রান চেজ করে বিশাল জয় ইংল্যান্ডের
Afghanistan make it 3 wins from 3 matches, and march into the Super Eight 🙌
New Zealand have been knocked out https://t.co/hWk495uqxA #AFGvPNG #T20WorldCup pic.twitter.com/ozvRGupM8U
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 14, 2024
এরপর চাদ সোপার করেন ৯ রান এবং নরম্যান ভানুয়া (০) বিশেষ কিছু করতে পারেননি। দু'জনেই রান আউট হন। কিপলিন ডরিগা করতে পারতেন ২৭ রান। এছাড়া সেমো কামিয়া করেন ২ রান। জন ক্যারিকো ৪ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে তিনটি উইকেট নেন ফজল হক ফারুকি। এছাড়া নবীন-উল-হক পান ২ উইকেট। নূর আহমেদ পেয়েছেন একটি উইকেট। রান তাড়া করতে নেমে খাতা খুলতে না পেরে ইব্রাহিম জাদরানকে আউট করেন সেমো কামিয়া। এরপরই রহমানউল্লাহ গুরবাজকে ফেরান আলি নাও। ৭ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন গুরবাজ। এরপর নবম ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে ক্লিন বোল্ড করেন নরম্যান ভানুয়া। ১৩ রান করতে পারতেন তিনি। এরপর ৪৬ রানের অপরাজিত জুটি গড়েন গুলবাদিন নাইব ও মহম্মদ নবী। নাইব ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন এবং নবী ১৬ রানে অপরাজিত থাকেন।
For the first time, New Zealand have failed to progress to the second round at the men's #T20WorldCup pic.twitter.com/zPc57dRCjT
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 14, 2024
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ৩৭ বছর পর গ্রুপ পর্ব বা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে কিউয়িদের দলটি। এর আগে ১৯৮৭ ওয়ানডে বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছিল, যখন দলটি গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়। একই সঙ্গে ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দল গ্রুপ পর্ব বা প্রথম রাউন্ড পার হতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবারই দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে দলটি। ২০০৯, ২০১০ এবং ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউই দল সুপার -৮ রাউন্ড থেকে ছিটকে পড়ে। ২০০৭, ২০১৬ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দল সেমিফাইনালে উঠতে সক্ষম হয়।