UAE Tri Nation Series 2025 Live Streaming (Photo Credit: Emirates Cricket/ X)

Afghanistan National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ (UAE Tri-Nation Series 2025)-এর প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৯ আগস্ট মুখোমুখি হবে AFG বনাম PAK। শারজার শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium, Sharjah) আয়োজিত হয়েছে এই ম্যাচ। সলমন আগা (Salman Agha)-এর পাকিস্তানের এশিয়া কাপের জন্য আফগানিস্তানের বিপক্ষে খেলে ভালো প্রস্তুতি নিতে চাইবে। পাকিস্তান গত দুই টি২০ সিরিজে পুরো দুইরকম খেলেছে। বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজে লজ্জার হারের মুখোমুখি হয়। তবে উইন্ডিজে বিপক্ষে অসাধারণ সিরিজ জেতে তারা। আফগানিস্তান এবং পাকিস্তান ২০২৩ এশিয়ান গেমসের পর প্রথমবারের জন্য টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে আফগানিস্তান, যার মধ্যে টানা দুটি জয় তো শারজাহতেই। AFG vs PAK 1st T20I, UAE Tri-Nation Series Winning Prediction: আফগানিস্তান বনাম পাকিস্তান, আরব ত্রিদেশীয় সিরিজের প্রথম টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫

আফগানিস্তান স্কোয়াডঃ রাশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রসুল, সেদিকুল্লাহ অটল, আজমতুল্লাহ ওমরজাই, করিম জনত, মহম্মদ নবী, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরফ, মোহাম্মদ ইসহাক, মুজীব উর রহমান, আল্লাহ গজনফার, নূর আহমদ, ফরিদ মালিক, নবীন-উল-হক, ফজল হক ফারুকি।

পাকিস্তান স্কোয়াডঃ সলমন আলী আগা (অধিনায়ক) আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সলমন মির্জা, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মোকিম।

সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ?

২৯ আগস্ট শারজার শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium, Sharjah) আয়োজিত হবে আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ?

আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ৮ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ?

আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে EUROSports তবে বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ

আফগানিস্তান বনাম পাকিস্তান প্রথম টি২০, আরব ত্রিদেশীয় সিরিজ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।